এসএম হেলাল।। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিবকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সাকিবকে বহনকারী বিমান ওসমানী বিমানবন্দর এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই খেলোয়াড়কে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট- ৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। পরে অশ্রুসিক্ত চোখে ফুলের মালা দিয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বজয়ী এ সদস্যকে বরণ করে নেন সাকিবের মা-বাবা। তারপর একে একে স্বজনদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তানজিম হাসান সাকিব।
পরে এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান বিজয়ী দলের সকল সদস্যকে সিলেট এনে সংবর্ধনা দেয়া হবে।
এর আগে দুপুরে আকাশপথে সিলেট এসে পৌঁছান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিব।
প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জয় করে ফেরা বাংলার লাল-সবুজের জার্সি গায়ে লাগানো সাকিবরা দেশের মুখকে উজ্জ্বল করেছে বিশ্বমঞ্চে। স্বজনদের প্রত্যাশা এভাবেই সাফল্যের ধারাবাহিকতায় আইসিসি ওয়ানডে শিরোপা এনে দেবে এই যুবারা। আর সাকিবের মা-বাবা জানান এই বিশ্বজয়ের অনুভূতি তাঁদের কাছে বিশেষ কিছু। তবে এই বীর যুবাকে বরণ করে নিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থা বা সিলেটের ক্রিকেট সংগঠকদের কেউ বিমান বন্দরে না আসার আক্ষেপও ছিলো তাঁদের কণ্ঠে।
পরে বিমানবন্দর থেকে নগরীর হাউজিং এস্টেটে চাচার বাসায় যান সাকিব। সেখানে কেক কাটা শেষে গ্রামের বাড়ি বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সাকিব। এরপর সাকিবকে তাজপুর থেকে বালাগঞ্জ সদরে মোটরশুভা যাত্রাসহকারে নিয়ে আসা হয়। বিকেলে সর্বস্তরের মানুষের ভালবাসায় তাকে উপজেলাবাসী বরণ করে নেন।
এসময় বালাগঞ্জবাসীর পক্ষে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাাম্ উদ্দিন সামস্, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মুনিম, সাবেক চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাধারণত সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
সাকিব তার বক্তৃতায় বালাগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের অব্যাহত দোয়া কামনা করেন। তিনি ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলে দেশের সুনাম অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেন।