বিশ্ব জয়ী ফ্রান্স দলের একমাত্র ভিলেন কে, জিজ্ঞেস করলে সম্ভবত সকলেরই উত্তর হবে স্ট্রাইকার অলিভার জিরু। কারন উত্তেজনাকর খেলার বিভিন্ন মুহূর্তে তিনি যে ভূলগুলো করেছেন, তার জন্য সকল দর্শকের ভর্থস্না তার কপালে ঝুটেছে।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের খেলা ৭টি ম্যাচেই মাঠে ছিলেন জিরু, শট নিয়েছেন ১৩ টি, যার একটিও লক্ষ্যে ছিল না। লক্ষ্যেই যদি শট না নিতে পারেন গোল করার প্রশ্নও আসে না। জিরুর তাতে কিছু আসে বলে মনে হয় না, গোল করেও যে অনেকের বিশ্বকাপজয়ী সোনার মেডেলটা নেই, জিরু তাই বলতেই পারেন, ‘গোল না করেও যদি বিশ্বকাপ জেতা যায় তাহলে গোল না করাই ভালো।’
ইংলিশ ক্লাব চেলসিতে খেলা জিরু ফ্রান্সের হয়ে বিশ্বকাপের আগে ৭৪ ম্যাচে ৩১ গোল করেছিলেন। বিশ্বকাপ শেষে ম্যাচ সংখ্যা এখন ৮১টি, তবে গোল ৩১টিই রয়ে গেছে।