ডেক্স রিপোর্টঃ আগামী ১২ আগষ্ট রবিবার ২০১৮” বাংলাদেশ বাংকার সমিতি রোম” একটি বার্ষিক বনভোজনের আয়োজন করেছে। বাংলাদেশী প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি তে রোমের সর্ব বৃহৎ আয়োজনের বনভোজন করে থাকে বাংলাদেশ বাংকার সমিতি রোম।
এবারের স্থান লাগো দি ভিকোর “লা বেল্লা ভেনেরে”। লাগো আর পাহাড়ের মনোরম এই পরিবেশে যেতে রোম থেকে সময় লাগবে প্রায় দুই ঘন্টা। বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি জি এম ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আহমেদ সেলিম বলেন” প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসীদের একটু খানি অবসর যাপন ও বিনোদনের জন্য এই আয়োজন। পাশাপাশি এই ধরনের আয়োজনে সকল প্রবাসীদের সঙ্গে একটি আন্তরিকতার সম্পর্ক স্থাপন ও পারষ্পরিক সৌহার্দ প্রতিষ্ঠা ও হয়ে থাকে। তারা সকলকে আমন্ত্রণ জানান এই বনভোজনের আনন্দ যাত্রী হওয়ার জন্য।”
বাংলাদেশ বাংলাদেশ বাংকার সমিতি রোমের সিনিয়ার সহ সভাপতি ওসমান সরদার সোহেল ও সাংগঠনিক সম্পাদক শাজাহান মাতব্বর বলেন” বরাবরের মতোন এবারের আয়োজন ও অত্যন্ত বর্ণাঢ্য ভাবেই করা হবে। থাকছে লন্ডন থেকে জনপ্রিয় শিল্পী শতাব্দী কর, জার্মান থেকে আসছে শিল্পী ডালিয়া সেই সঙ্গে রোমের জনপ্রিয় শিল্পী শহীদ, পুতুল সহ থাকছে স্থানীয় শিল্পী বৃন্দ।”
বনভোজনে বিশেষ পুরস্কার হিসাবে থাকছে আফসানা ট্রাভেলস এন্ড ট্যুরস, রোমা বাংলা ফ্রেন্ডস সাস( কর্ণেলিয়া), এশিয়ান অপটিকস্ উত্তরা ঢাকা, মোঃ ইউনুস ( বিশিষ্ট বাংকার ব্যবসায়ী) রোম এর সৌজন্যে চারটি রোম-ঢাকা-রোম বিমান টিকিট এবং রোম-লন্ডন-রোমের তিনটি টিকিট সহ হেফজু রহমান মিনি মার্কেটের সৌজন্যে ৫৫ ইঞ্চি লেড টিভি ও ৪৯, ৪২এবং ৩২ ইঞ্চির একাধিক লেড টিভি সেই সঙ্গে আই ফোন, ল্যাপটপ সহ প্রায় অর্ধশত আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশ বাংকার সমিতি রোম সেই শুরু থেকেই তাদের সাংগঠনিক কর্ম দক্ষতা দিয়ে রোমের বাঙালী কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। এবং কমিউনিটি র কল্যাণে এই সমিতি সব সময় কাজ করে যাবে বলেও বদ্ধ পরিকর এই সমিতির নেতৃবৃন্দরা।