ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইটালী যুবদল একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। ইটালীর রাজধানী রোমের ভিয়া কাইরোলির চায়না রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইটালী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান কামরুল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইটালী বিএনপির সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
নব গঠিত ইটালী যুবদল আয়োজিত এই প্রতিবাদ সভাটির সভাপতিত্ব করবেন ইটালী যুবদলের সভাপতি জাকির হোসেন গনি ও পরিচালনা করবেন ইটালী যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সকল জাতীয়তাবাদী সৈনিকদের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
আজ ইটালী যুবদলের প্রতিবাদ সভা
ট্যাগস :