সিলেট মহানগর আলোকিত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের বাসিন্দা সুন্দর আলীর গৃহ পুনঃনির্মাণে সহযোগিতা করে।
বৃহস্পতিবারে সুন্দর আলীকে তার গৃহ পুনঃনির্মাণের জন্য যাবতীয় মালামাল হস্তান্তর করা হয়।
জানা যায়, মোহাম্মদ সুন্দর আলী বিগত কয়েক বছর ধরে নিজের আর্থিক সমস্যার কারণে গৃহ পুনঃনির্মাণের সমস্যায় ভুগছিলেন তারপর এলাকার কয়েকজন তরুণের নজরে বিষয়টি আসে। তানভীর ও মুন্না আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আরাফাত আহমেদ মাহবুবের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। পরে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক মুযাক্কির হোসেন কোরেশীকে বিষয়টি অবগত করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এলাকার তরুণদের নিয়ে সুন্দর আলীর বাসা পরিদর্শন করেন এবং উনার গৃহ পুনঃনির্মাণের পুরোপুরি সহযোগিতা করেন।
এতে উপস্থিত ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত আহমেদ মাহবুব, সাধারণ সম্পাদক মুযাক্কির হোসেন কুরেশী, সাংগঠনিক সম্পাদক তোয়াহীদুর রহমান এনায়েত এবং উক্ত এলাকার তরুণদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন এনামুল হক মুন্না ও তানভীর।