বৈশ্বিক মহামারীতে লন্ডভন্ড পৃথিবী। তবে এর কদর্য রুপটা ইউরোপ দেখছে খুব নগ্ন ভাবে। একের পর এক মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে ইউরোপের বড় বড় দেশ গুলো। তবে কিছুটা ব্যাতিক্রম ছিল আয়ারল্যান্ড। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ ভালোভাবেই সামাল দিয়্ছিল দেশটি। তবে ক্রীসমাস পরবর্তী তৃতীয় ঢেউ বেশ জোরালো ভাবে আছড়ে পড়েছে আয়ারল্যাল্ড এ। এ সময় করোনা সনাক্তকরণের বৈশ্বিক সূচকে শীর্ষে ছিল দেশটি।
এরই মধ্যে আয়ারল্যান্ডে কভিড ১৯ এ মারা গেছেন প্রথম কোন বাংলাদেশী। ওয়াটারফার্ড রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন মাউলানা আসাদ উদ্দিন(৭৫) ২৪ জানুয়ারি রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩ জানুয়ারি মাওলানা আসাদ উদ্দিনের করোনা সনাক্ত হয়েছিল। বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা মাওলানা আসাদ উদ্দিন ২০১৪ সালে আয়ারল্যান্ড এ অভিবাসী হয়ে আসেন।
মাহিদুল ইসলাম সবুজ
ডাবলিন
আয়ারল্যান্ড