পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, ইউরোপসহ যেসব দেশে করোনা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে সেসব দেশের জন্য ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ইংল্যান্ডের ফ্লাইট বহাল থাকবে।
শনিবার রাতে এক ঘোষণা এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, আগামীকাল মধ্যরাত থেকে ফ্লাইট বন্ধের বিষয়টি কার্যকর হবে।
এছাড়াও বিদেশ ফেরতদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
এছাড়া আগামী দুই সপ্তাহ করোনা আক্রান্ত সকল দেশ থেকে অন অ্যারাইভাল ভিসা বন্ধও বন্ধ রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন