ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল সীমান্ত হত্যা বন্ধে লণ্ডনে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা স্রোতে’র আয়োজনে বিজয়ের কবিতাপাঠ

ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল এর জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

  • আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ
বাংলাদেশীদের ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। নানা কারনে অভিবাসী বাংলাদেশীরা তাদের ক্রিকেট ক্রেজকে সাথে নিয়ে যায়। কেননা রক্তের ভেতর এখন কেবলি ব্যাটে বলের খেলা। তাই মোটামুটি ক্রিকেটামুদে ১০/১২ জন একত্রিত হতে পারলেই নিশ্চিতভাবে একটি ক্রিকেট ক্লাব গড়ে উঠবে – এটি এখন বাস্তবতা। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল অমন ক্রেজ থেকেই গড়ে উঠেছে। ঠিক যেমনটি প্যারিস শহরে অভিবাসী বাংলাদেশীদের হাত ধরে বেশ কয়েকটি ক্লাব ইতোমধ্যেই গড়ে উঠেছে। শুধু কী তাই? ফ্রান্সের জাতীয় ক্রিকেট স্কোয়াডে জুবাইদ আহমেদের মত স্টার খেলোয়াড়রা স্থান করে নিচ্ছে, ওহিদুজ্জামান টিপুদের মত যুবকেরা ফ্রান্স ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে। এটি ভাল লাগার, অবশ্যই গর্বের।

প্রবাসজীবনে ব্যস্ততার ফাঁক গলে মূল্যবান সময়কে মাঠে-ময়দানে, ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে রাখবার প্রতি এই যে দূর্নিবার টান, এটির ফিরতি ফলাফল হিসেবে ফ্রান্স ক্রিকেটের জাতীয় দলের লাইন-আপে জুবাইদ আহমেদের মত আরো বাংলাদেশী স্থান করে নেবে এমন প্রত্যাশা অমূলক নয়।

রোববার (২৩ এপ্রিল) প্যারিসের একটি রেস্টুরেন্টে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্পন্সরগণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ একটি আতঙ্কের নাম। শীর্ষ সকল ক্রিকেট টীম বাংলাদেশের বোলিং ব্যাটিং চ্যালেঞ্জে নত হয়ে, পরাজয় বরণ করে মাথা নীচু করে প্যাভিলিয়নমুখী হয়েছে – এমন দৃশ্য ক্রিকেট বিশ্ব দেখেছে অবাক বিস্ময়ে, বহুবার। জুবাইদদের মত খেলোয়াড়রা একদিন ফ্রান্স জাতীয় ক্রিকেট টীমকেও সেই উচ্চতায় নিয়ে যাবে। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল টীম থেকে অমন খেলোয়াড় বের হয়ে আসবে। এমন প্রত্যাশা অমূলক নয় – নেতৃবৃন্দ তেমনিই বললেন। আর তারা গুরুত্ব দিলেন, খেলাকে পেশাদারিত্বের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। কমিটমেন্ট, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতার ওপরও গুরুত্ব দিলেন তারা।
ক্লাবের সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিলাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সভাপতি এমডি নূর, স্পন্সর মনডিয়াল ট্রাভেলস এন্ড টুরস এর স্বত্বাধিকারী ইব্রাহীম হাসান, বিডি ফার্নিচার এর স্বত্বাধিকারী বিএম সেলিম রেজা, ফ্রান্স জাতীয় টীমের খেলোয়াড় জুবাইদ আহমেদ, বিসিসিপি সভাপতি ওহিদুজ্জামান টিপু, দলীয় অধিনায়ক সোহাগ ইসলাম, সহ সাধারণ সম্পাদক সরকার সজিব, টিম ম্যানেজার সাজীবুল ইসলাম, কোষাধ্যক্ষ লিটন মল্লিক, সহ কোষাধ্যক্ষ অভিজিত জিতু, ইয়াসিন সিকদার।
তায়েফ আহমদ, রুবেল আহমেদ, মুহিবুর সামি, আজিত দেব, কামরুজ্জামান, জাফর আহমদ, মনটি, আহমেদ কলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল এর জার্সি উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

নজমুল কবিরঃ
বাংলাদেশীদের ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। নানা কারনে অভিবাসী বাংলাদেশীরা তাদের ক্রিকেট ক্রেজকে সাথে নিয়ে যায়। কেননা রক্তের ভেতর এখন কেবলি ব্যাটে বলের খেলা। তাই মোটামুটি ক্রিকেটামুদে ১০/১২ জন একত্রিত হতে পারলেই নিশ্চিতভাবে একটি ক্রিকেট ক্লাব গড়ে উঠবে – এটি এখন বাস্তবতা। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল অমন ক্রেজ থেকেই গড়ে উঠেছে। ঠিক যেমনটি প্যারিস শহরে অভিবাসী বাংলাদেশীদের হাত ধরে বেশ কয়েকটি ক্লাব ইতোমধ্যেই গড়ে উঠেছে। শুধু কী তাই? ফ্রান্সের জাতীয় ক্রিকেট স্কোয়াডে জুবাইদ আহমেদের মত স্টার খেলোয়াড়রা স্থান করে নিচ্ছে, ওহিদুজ্জামান টিপুদের মত যুবকেরা ফ্রান্স ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছে। এটি ভাল লাগার, অবশ্যই গর্বের।

প্রবাসজীবনে ব্যস্ততার ফাঁক গলে মূল্যবান সময়কে মাঠে-ময়দানে, ক্রিকেটীয় সাংগঠনিক কর্মকান্ডে জড়িয়ে রাখবার প্রতি এই যে দূর্নিবার টান, এটির ফিরতি ফলাফল হিসেবে ফ্রান্স ক্রিকেটের জাতীয় দলের লাইন-আপে জুবাইদ আহমেদের মত আরো বাংলাদেশী স্থান করে নেবে এমন প্রত্যাশা অমূলক নয়।

রোববার (২৩ এপ্রিল) প্যারিসের একটি রেস্টুরেন্টে ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ এবং স্পন্সরগণ এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্ব ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ একটি আতঙ্কের নাম। শীর্ষ সকল ক্রিকেট টীম বাংলাদেশের বোলিং ব্যাটিং চ্যালেঞ্জে নত হয়ে, পরাজয় বরণ করে মাথা নীচু করে প্যাভিলিয়নমুখী হয়েছে – এমন দৃশ্য ক্রিকেট বিশ্ব দেখেছে অবাক বিস্ময়ে, বহুবার। জুবাইদদের মত খেলোয়াড়রা একদিন ফ্রান্স জাতীয় ক্রিকেট টীমকেও সেই উচ্চতায় নিয়ে যাবে। ইউনাইটেড ব্রাদার্স ক্রিকেট ক্লাব মনথ্রইল টীম থেকে অমন খেলোয়াড় বের হয়ে আসবে। এমন প্রত্যাশা অমূলক নয় – নেতৃবৃন্দ তেমনিই বললেন। আর তারা গুরুত্ব দিলেন, খেলাকে পেশাদারিত্বের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। কমিটমেন্ট, নিয়মিত চর্চা, সময়ানুবর্তিতার ওপরও গুরুত্ব দিলেন তারা।
ক্লাবের সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জিলাল আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সভাপতি এমডি নূর, স্পন্সর মনডিয়াল ট্রাভেলস এন্ড টুরস এর স্বত্বাধিকারী ইব্রাহীম হাসান, বিডি ফার্নিচার এর স্বত্বাধিকারী বিএম সেলিম রেজা, ফ্রান্স জাতীয় টীমের খেলোয়াড় জুবাইদ আহমেদ, বিসিসিপি সভাপতি ওহিদুজ্জামান টিপু, দলীয় অধিনায়ক সোহাগ ইসলাম, সহ সাধারণ সম্পাদক সরকার সজিব, টিম ম্যানেজার সাজীবুল ইসলাম, কোষাধ্যক্ষ লিটন মল্লিক, সহ কোষাধ্যক্ষ অভিজিত জিতু, ইয়াসিন সিকদার।
তায়েফ আহমদ, রুবেল আহমেদ, মুহিবুর সামি, আজিত দেব, কামরুজ্জামান, জাফর আহমদ, মনটি, আহমেদ কলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।