গত প্রেসিডেন্ট নির্বাচন ও তার পরবর্তী সংসদ নির্বাচনে নজিরবিহীন জয় পায় ফ্রান্সের সদ্য গঠিত রাজনৈতিক দল ওঁ মার্স। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দলের প্রতিষ্টাতা ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তায় ভাটার টান পড়লেও এখনো ফ্রান্সের জনগণ তার বা তার দলের বিকল্প যেন পাচ্ছে না। এমনটাই প্রকাশ পেয়েছে আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন নিয়ে সাম্প্রতিক এক জরীপে। জরীপে অংশ নেয়া ২৫ শতাংশ ফরাসী ওঁ মার্সের প্রার্থীদের তাদের প্রতিনিধি হিসাবে চান। ১৯ শতাংশ সমর্থন নিয়ে এর পরের অবস্থানে আছেন মারিন ল্য পেনের কট্ট্র ডান পন্থি রাসম্বলমো ন্যাশানাল (আগের ফ্রন্ট ন্যাশনাল)।
এর পর ১০ শতাংশ সমর্থন নিয়ে আছেন পার্টি রিপাবলিকান পার্থীরা। ৯ শিতাংশ সমর্থন আছে পরিবেশবাদী দলের পক্ষে আর সর্বশেষ অবস্থানে আছে এক সময়ের অন্যতম প্রধান দল সমাজবাদী বা পার্টি স্যোসালিষ্ট।
প্রসংগত এ বছরের ২৬ মে ইউরোপীয় পার্লামেন্টে নিজেদের প্রতিনধি নির্বাচিত করতে ফরাসীরা ভোট দিবেন।
সর্বশেষ সংবাদ
ইউরোপীয় সংসদে ফরাসী প্রতিনিধি নির্বাচনে এগিয়ে আছে রিপাবলিক ওঁ মার্স
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ