ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল সীমান্ত হত্যা বন্ধে লণ্ডনে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা স্রোতে’র আয়োজনে বিজয়ের কবিতাপাঠ বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স’র নতুন কমিটি ঘোষণা যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও বালাগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা মাদ্রাসাবাজারে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদ রফু সংবর্ধিত

ইতালির আরেচ্ছোতে বর্ণাঢ্য একুশে মেলা: মুসলিম কমিউনিটির কবরস্থান বাস্তবায়নের দাবী

  • আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

আমির হোসেন লিটন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি জাতির গৌরবাজ্জল দিন ২১ফেব্রুয়ারি। আর এই ভাষার ইতিহাস ও ত্যাগ সেই সঙে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি তা বিদেশীদের কাছে উপস্থাপন করতেই ইতালির অন্যতম প্রবাসী বাংলাদেশিদের অঞ্চল আরেচ্ছোতে বর্ণাঢ্য  একুশে মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরেচ্ছোর স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই একুশে মেলার প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ  বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম।

আয়োজনটির সভাপতিত্ব করেন  বাংলাদেশি নাগরিকদের সমিতি এসোসিয়েশন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ আরেচ্ছোর সভাপতি রাসেল আহমেদ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজীব ও ইফতি তাহিয়া

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরেচ্ছোর মেয়র আলেস্সান্দ্রো গিনেল্লি, প্যানেল মেয়র লুসিয়া তান্তি, অভিবাসী বিষয়ক কাউন্সিলর কার্লেত্তিনি জিওভান্না, প্রাদেশিক ও পৌরসভা বিষয়ক কাউন্সিলর সিমন পিয়েত্রো পালাজ্জো, আরেচ্ছো কমিউনিটির ফাউন্ডেশনের পরিচালক আলফ্রেডো প্রোভ্যানজা, হাউজ থেভেনিন এর প্রেসিডেনট সান্দ্রো সার্রি, আইসার সভাপতি জাকোমো চেরিচি।

দিন ব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের জন্যে চিত্রাঙ্কন, ঐহিত্যবাহী পিঠা উৎসব এবং আলোচনা সভা। আলোচনা সভাতে সংগঠনের সভাপতি রাসেল আহমেদ মুসলিম কমিউনিটির জন্যে কবরস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে বাস্তবায়নের দাবী জানান ইতালির প্রশাসনের কাছে। এই সময় রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম বলেন” ইতালির প্রশাসন এই কবরস্থান প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসলে বাংলাদেশ  দূতাবাসের পক্ষ থেকে ও সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। উপস্থিত নগরীর প্যানেল মেয়র লুসিয়া তান্তি এই প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন

ইতালির আরেচ্ছোতে বর্ণাঢ্য একুশে মেলা: মুসলিম কমিউনিটির কবরস্থান বাস্তবায়নের দাবী

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

আমির হোসেন লিটন বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি জাতির গৌরবাজ্জল দিন ২১ফেব্রুয়ারি। আর এই ভাষার ইতিহাস ও ত্যাগ সেই সঙে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি তা বিদেশীদের কাছে উপস্থাপন করতেই ইতালির অন্যতম প্রবাসী বাংলাদেশিদের অঞ্চল আরেচ্ছোতে বর্ণাঢ্য  একুশে মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরেচ্ছোর স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই একুশে মেলার প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ  বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম।

আয়োজনটির সভাপতিত্ব করেন  বাংলাদেশি নাগরিকদের সমিতি এসোসিয়েশন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ আরেচ্ছোর সভাপতি রাসেল আহমেদ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজীব ও ইফতি তাহিয়া

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরেচ্ছোর মেয়র আলেস্সান্দ্রো গিনেল্লি, প্যানেল মেয়র লুসিয়া তান্তি, অভিবাসী বিষয়ক কাউন্সিলর কার্লেত্তিনি জিওভান্না, প্রাদেশিক ও পৌরসভা বিষয়ক কাউন্সিলর সিমন পিয়েত্রো পালাজ্জো, আরেচ্ছো কমিউনিটির ফাউন্ডেশনের পরিচালক আলফ্রেডো প্রোভ্যানজা, হাউজ থেভেনিন এর প্রেসিডেনট সান্দ্রো সার্রি, আইসার সভাপতি জাকোমো চেরিচি।

দিন ব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের জন্যে চিত্রাঙ্কন, ঐহিত্যবাহী পিঠা উৎসব এবং আলোচনা সভা। আলোচনা সভাতে সংগঠনের সভাপতি রাসেল আহমেদ মুসলিম কমিউনিটির জন্যে কবরস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে বাস্তবায়নের দাবী জানান ইতালির প্রশাসনের কাছে। এই সময় রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম বলেন” ইতালির প্রশাসন এই কবরস্থান প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসলে বাংলাদেশ  দূতাবাসের পক্ষ থেকে ও সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। উপস্থিত নগরীর প্যানেল মেয়র লুসিয়া তান্তি এই প্রকল্প বাস্তবায়নের লক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।