ইতালি সরকারের প্রস্তাবিত বিপুল খরচের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় রাষ্ট্রগুলোর সংগঠনটি বলছে, ইতালির প্রস্তাবিত বাজেট তাদের ইইউর বাৎসরিক বাজেট পরিকল্পনা নীতির আইন লঙ্ঘন করছে। তবে গত বৃহ¯পতিবার প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্টে। এই নিয়ে দেশটির পার্লামেন্ট সদস্য এবং সরকারের এমপিদের পক্ষ থেকেও তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।
দেশটির অর্থনৈতিক পরিকল্পনা মন্ত্রী এবং ইতালির জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের নেতা লুইজি ডি মাইয়ো, এই বাজেটে বেশ কিছু অংশে সংশোধনী আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তার দল পার্লামেন্টে বাজেট প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে এমন হুমকিও দেন। তিনি বলেন, তাকে না জানিয়েই বাজেটের বিশেষ কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে যার সঙ্গে তিনি একমত নন। তবে গত বুধবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে পাঠানো ওই বাজেটে স্বাক্ষর করেন তিনি। এ সময় তিনি উল্লেখিত পরিবর্তনগুলোকে লক্ষ করতে পারেননি বলেই দাবি করেছেন।
তবে সরকারের শরিক দল ফার রাইট লিগের কর্মকর্তারা এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ফাইভ স্টার মুভমেন্টের অগোচরে বাজট প্রস্তাবে কোনো সংশোধনী আনা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে ফাইভ স্টার মুভমেন্টের একজন এমপি বলেছেন, অর্থনৈতিক দুর্বৃত্তদের ছাড় দেয়ার কারণেই আজ আমাদের নিজস্ব দলীয় নীতি ও বিশ্বাস অস্তিত্ব সঙ্কটে পড়েছে।