মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ ইতালিতে পবিত্র রমজান উপলক্ষে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানী ও পপুলার ট্রাভেলস এন্ড ট্যুর একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। রাজধানী রোমের মক্কী মসজিদে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
y
এতে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সি ই ও হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজীর আমন্ত্রণে আরো উপস্থিত ছিলেন
কে এম লোকমান হোসেন, আফতাব বেপারী, লুৎফর রহমান, রব ফকির, হাজী জসিমউদ্দিন, সুয়েব দেওয়ান, আতিয়ার রসুল কিটন, আবু তাহের, কামরুল আহসান মন্টু, মাহবুব আলম প্রধান, আবদুর রহমান, হাবিব মকদম, মোহাম্মেদ আলী, মুজিবুর সিকদার, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, হেলাল রায়হান, আলা উদ্দিন শিমুল, শেখ মামুন, জহিরুল ইসলাম, মাসুদ রানা, সহ কমিউনিটির নেতৃবৃন্দ ও কোম্পানীর কর্মকর্তা গণ।
রাষ্ট্রদূত বলেন ” এই একমাস সিয়াম সাধনায় আমরা ভালো ভাবনা ও কর্মের অভ্যাস করে ফেলতে পারি। যা আমাদের মনের কালিমা দুর করে। এতে আমরা মহান আল্লাহর সন্নিকটে আসতে পারি। এবং আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি ভালো কর্মের মাধ্যমে।
শেষে সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন মসজিদে মক্কির মুফতি মাওঃ ওয়ালীউল্লাহ্।