মিনহাজ হোসেন ইতালীঃ কয়েকদিন আগে ইতালীর ফিরেন্স শহররের পর্যটকদের প্রানকেন্দ্রে এক ইতালীয়ান নাগরিক ৬ টি গুলি করে একজন সেনেগাল বংশদ্ভুত এক নাগরিককে হত্যা করে । শনিবার এই হত্যার প্রতিবাদে ও পেরমেস্সদি সৌজর্নের এবং কর্ম সংস্থানের দাবিতে বিশাল প্রতিবাদ সভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয় Napoli piazza Garibaldi তে ।এতে দলমত নির্বিশেষে সকল দেশের প্রবাসী ইতালীয়ান অংশ গ্রহণ করেন। বাংলাদেশ,মরক্কো, আফ্রিকা, সেনেগাল সহ বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী অভিবাসীরা এ সমাবেশে অংশগ্রহণ করেন ।পরে তারা মিছিল নিয়ে কসতুরার সামন সমবেত হন। এ সময় দেখা গেছে ইতালী নাপলির সম্মানিত মেয়র Luigi de magistris সকলের কাছে এসে বক্তব্য রাখেন। তিনি বলেন আপনারা প্রবাসীরা যে বিষয় গুলো নিয়ে প্রতিবাদ ও অনুরোধ জানিয়েছেন আমি তা মাননীয় সরকার মহোদয়কে জানাব।তিনি আরো বলেন আমি আপনাদের মত মানুষ আমি শুধু মাত্র নাপলি মেয়র হিসেবে আপনাদের দুঃখ দুর্দশায় সমব্যতি। আমি সরকারের কাছে অবশ্যই আপনাদের এ দাবী তুলে ধরব এই আশা বাদ ব্যাক্ত করেন এবং তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা ত্যাগ করেন।
সর্বশেষ সংবাদ