মিনহাজ হোসেন ইতালীঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালী আওয়ামীলীগের উদ্দোগে গতকাল সন্ধ্যায় বাঙালি কমিউনিটির অদ্যসিত এলাকা তরপিনাত্তারাস্ত সুন্দরবন রেষ্টুরেন্ট হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও মণোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের।এতে ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের প্রাণবন্ত সঙ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম,এ সময় সভায় বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির,আইয়ুবুর রহমান খান প্রিন্স। যুগ্ম সাধারণ সম্পাদক আফ্তাব ব্যাপারি,আতিয়ার রসুল কিটন,শোয়েব দেওয়ান,আবু তাহের,ডিন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহবুব প্রধান, জামান মুক্তার, ইতালী মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি , বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,সেচ্ছাসেবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরো অনেকেই।অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যতে বলেন বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালিরা। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়ছিল।মুক্তিযুদ্ধে অংশগ্রহন কারী সকল মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন সেই মুক্তিযুদ্ধের সময় দেশের আপানর জনতা ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়েন রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে যার ফলে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরো গৌরবান্বিত করতে সকল আওয়ামী নেতা কর্মীদের উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তারা আরো বলেন আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে পারি তাহলে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে সক্ষম হব ইনসাআল্লাহ।এই প্রতিজ্ঞা বুকে ধারন করে যে যেখানেই থাকেন নৌকা প্রতিকের নির্বাচনী কাজ করার আহবান জানান।এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখা, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমীক লীগ ইতালী, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেষ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ আওয়ামী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
সর্বশেষ সংবাদ