ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

ইল দ্য ফ্রান্সের বন্ডীতে বেড়ে উঠা এমবাপ্পেঃ বিশ্বকাপের আয় অসুস্থ শিশুদের জন্য

  • আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ২৬৭ বার পড়া হয়েছে

আমিও হতে পারিও বিশ্বসেরা!’

প্যারিসের মাত্র ১০ কিলোমিটার দূরের এক জায়গা বন্ডি। দাঙ্গা ও সন্ত্রাসী ঘটনার জন্য কুখ্যাত জায়গাটি। এমন একটি জায়গায় রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে ফুটবলে লাথি মারা এক বালকও এখন স্বপ্ন দেখে বিশ্বসেরা হওয়ার। কারণ, এমন কিছু তো এখন খুব করেই সম্ভব। বন্ডির অলিতে গলিতে ফুটবলের পাঠ নেওয়া এক কিশোরই যে এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলারদের একজন—কিলিয়ান এমবাপ্পে!

১৯৯৮ সালে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতেছিল, তখনো জন্ম হয়নি এমবাপ্পের। ২০ বছর পরে ফ্রান্স যখন দ্বিতীয়বারের মতো এই আরাধ্য ধন ফিরে পেল, সে অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সম্ভাবনাময় এক তরুণ হিসেবে রাশিয়ায় পা দিয়েছিলেন। মস্কো থেকে প্যারিসের বিমানে যখন চড়েছেন, তত দিনে কীর্তিতে কিংবদন্তি পেলের পাশে চলে এসেছেন, মেসি-রোনালদো-নেইমারদের নিজের ছায়ায় ফেলে দিয়েছেন। আর সঙ্গে চকচকে সোনালি সে ট্রফি তো আছেই!
এমন অর্জনের পরও নিজের জন্মস্থান বন্ডিকে ভোলেননি এমবাপ্পে। এবারের বিশ্বকাপের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে যা-ই আয় করবেন, সব দিয়ে দেবেন একটি দাতব্য প্রতিষ্ঠানে। প্রিমিয়েরস দে কর্দেস নামের প্রতিষ্ঠানটি অসুস্থ শিশুদের খেলার সামগ্রী কিনে দেয়, খেলার ব্যবস্থা করে দেয়। প্রতিষ্ঠানটি তখনো বুঝতে পারেনি এমবাপ্পে তাদের জন্য কত বড় উপহার নিয়ে হাজির হবেন। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলার জন্য ২২ হাজার ৩০০ ডলার করে পেয়েছেন এমবাপ্পে। সাতটি ম্যাচে যা আয় করেছেন, এর সঙ্গে ৩ লাখ ৫০ হাজার ডলার বোনাসও পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড। সব মিলিয়ে ৫ লাখ ডলার (৪ কোটি ২০ লাখ টাকা) পাবেন বিশ্বকাপ থেকে, তার পুরোটাই যাচ্ছে কর্দেসের কাছে।

প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, সেপ্টেম্বরেই পুরো অর্থ বুঝে পাবে তারা। এর আগেও বন্ডির কিশোর ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন এমবাপ্পে। তাঁর অ্যাম্বাসেডর নাইকির সঙ্গে চুক্তির মাধ্যমে এলাকায় একটি ফুটসাল পিচও বানিয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

ইল দ্য ফ্রান্সের বন্ডীতে বেড়ে উঠা এমবাপ্পেঃ বিশ্বকাপের আয় অসুস্থ শিশুদের জন্য

আপডেট সময় ০২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮

আমিও হতে পারিও বিশ্বসেরা!’

প্যারিসের মাত্র ১০ কিলোমিটার দূরের এক জায়গা বন্ডি। দাঙ্গা ও সন্ত্রাসী ঘটনার জন্য কুখ্যাত জায়গাটি। এমন একটি জায়গায় রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে ফুটবলে লাথি মারা এক বালকও এখন স্বপ্ন দেখে বিশ্বসেরা হওয়ার। কারণ, এমন কিছু তো এখন খুব করেই সম্ভব। বন্ডির অলিতে গলিতে ফুটবলের পাঠ নেওয়া এক কিশোরই যে এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলারদের একজন—কিলিয়ান এমবাপ্পে!

১৯৯৮ সালে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতেছিল, তখনো জন্ম হয়নি এমবাপ্পের। ২০ বছর পরে ফ্রান্স যখন দ্বিতীয়বারের মতো এই আরাধ্য ধন ফিরে পেল, সে অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সম্ভাবনাময় এক তরুণ হিসেবে রাশিয়ায় পা দিয়েছিলেন। মস্কো থেকে প্যারিসের বিমানে যখন চড়েছেন, তত দিনে কীর্তিতে কিংবদন্তি পেলের পাশে চলে এসেছেন, মেসি-রোনালদো-নেইমারদের নিজের ছায়ায় ফেলে দিয়েছেন। আর সঙ্গে চকচকে সোনালি সে ট্রফি তো আছেই!
এমন অর্জনের পরও নিজের জন্মস্থান বন্ডিকে ভোলেননি এমবাপ্পে। এবারের বিশ্বকাপের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ থেকে যা-ই আয় করবেন, সব দিয়ে দেবেন একটি দাতব্য প্রতিষ্ঠানে। প্রিমিয়েরস দে কর্দেস নামের প্রতিষ্ঠানটি অসুস্থ শিশুদের খেলার সামগ্রী কিনে দেয়, খেলার ব্যবস্থা করে দেয়। প্রতিষ্ঠানটি তখনো বুঝতে পারেনি এমবাপ্পে তাদের জন্য কত বড় উপহার নিয়ে হাজির হবেন। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলার জন্য ২২ হাজার ৩০০ ডলার করে পেয়েছেন এমবাপ্পে। সাতটি ম্যাচে যা আয় করেছেন, এর সঙ্গে ৩ লাখ ৫০ হাজার ডলার বোনাসও পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড। সব মিলিয়ে ৫ লাখ ডলার (৪ কোটি ২০ লাখ টাকা) পাবেন বিশ্বকাপ থেকে, তার পুরোটাই যাচ্ছে কর্দেসের কাছে।

প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, সেপ্টেম্বরেই পুরো অর্থ বুঝে পাবে তারা। এর আগেও বন্ডির কিশোর ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন এমবাপ্পে। তাঁর অ্যাম্বাসেডর নাইকির সঙ্গে চুক্তির মাধ্যমে এলাকায় একটি ফুটসাল পিচও বানিয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড।