ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শনিবার দেশটির রাজধানী প্যারিসে আবারও রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে বিক্ষোভকারীরা। শনিবারের এই ঘটনায় অন্তত ৪২ জন বিক্ষোভকারী, ১৭ জন পুলিশ সদস্য এবং একজন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করলে বিক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলনকারীরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় একটি ব্যাংকের শাখা অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্যারিসের পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভ থেকে ১৯২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে এরই মধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিএনএন, ডয়েচে ভেলে।
সর্বশেষ সংবাদ