কোভিড টিকা দেওয়ার পর ব্রিটেনে আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ আরো কমে আসবে। এক সপ্তাহ আগে যেখানে দেশটিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৪ জন সেখানে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮ জন। ডেইলি মেইল।
[৩] ব্রিটেনে বর্তমানে হাসপাতালে ৩৫ হাজার কোভিড রোগী রয়েছেন যাদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন রয়েছে ভেন্টিলেশনে।
৪] ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে জাতীয় লকডাউন চলছে এবং তা কোভিড সংক্রমণ হ্রাসে সহায়তা করছে।
তবে কোভিডের দ্বিতীয় প্রবাহে অনেক বেশি কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়।
[৬] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন তার সরকারের বর্তমান লক্ষ্য হচ্ছে ফের লকডাউন না দিয়ে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং তৃতীয় কোভিড প্রবাহ প্রতিরোধ করা।
[৭] তবে সামাজিক দূরত্ব আগামী বছর পর্যন্ত বজায় রাখতে হবে বলে বিশেষজ্ঞারা বলছেন।
[৮] এখন পর্যন্ত ব্রিটেনে টিকা দেওয়া হয়েছে ৮২ লাখ ৫১ হাজার ১৪৬ জনকে। গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬ লাখ ব্রিটিশ নাগরিককে। যা এর আগে একদিনে দেওয়া ৪ লাখ ৯১ হাজার ৯৭০ টিকা দেওয়ার রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে।
[৯] ব্রিটেনের স্বাস্থ্যবিভাগ বলছে ৭৭ লাখ ৯২ হাজার ৯৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মত টিকা দেওয়া হয়েছে আরো ৪ লাখ ৫৮ হাজার ১৫০ জনকে।