মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধি:
ইতালির রাজধানী রোমে ষ পর্যটন ও ব্যবসায়িক এলাকা অত্তাভিয়ানো তে একটি মহতী ইফতার মাহফিলের আয়োজন করেছে অত্তাভিয়ানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এবার ই প্রথম এই অঞ্চলে খোলা আকাশের নীচে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বাংলাদেশি ও বিদেশি নাগরিকরা ঐক্যবদ্ধ ভাবে ইফতারে অংশগ্রহণ করে। যা সৃষ্টি করে একটি পথ ও উদাহরণ।
যাদের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তারা হলেন
বেলাল হোসেন, মাসুম চৌধুরী, রবিউল হাসান, আবু কাশেম, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, হারুন পাটোয়ারী, জহিরুল ইসলাম, মো: নূর হোসেন, হারুন উদ্দিন জামাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী মহিউদ্দিন, আব্দুর রহমান, খলিলুর রহমান, মুরাদ হাসান, রাসেল মিয়া, শাকের আহমেদ, আব্দুল শাহীন।
আয়োজকরা বলেন” ইসলামের কৃষ্টি ও সংস্কৃতি যে কতো টা শান্তিপূর্ণ সেই সঙে সহাবস্থান সৃষ্টি করে একে অপরের সঙে তা তুলে ধরতেই এই আয়োজন। পাশাপাশি আয়োজন টি প্রতি বছর ই যেন করতে পারে সেই মনোভাব ও ব্যক্ত করেছেন তারা।
এই সময় প্রবাসী বাংলাদেশিদের সঙে বিদেশি বিভিন্ন পেশার নাগরিকরা ও উপস্থিত ছিলেন।