মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য আজ সোমবার ইতালি আওয়ামী লীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে ।ইতালী আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল ইতালি আওয়ামী লীগ,যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের রাত ৮টায় তুসকোলনাস্থ “করিম ভাই” এর হল রুমে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন । সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার ঢাকায় অসুস্থ হয়ে বংঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে ।একটি ব্লক ঠিক করা হলেও বাকী দুইটি ব্লক নিয়ে চিকিৎসা চলছে ।জনাব ওবায়দুল কাদেরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন ।শেষ খবর পাওয়া পর্যন্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সর্বশেষ সংবাদ