ব্রিটেনে গতকাল রোববার যে তৃতীয় ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে তিনি মারা যান। ইটালিতে বেড়াতে গিয়ে তিনি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছিলেন।
“প্রতি বছরের শুরুতে তিনি ইটালিতে বেড়াতে যান দুই-তিন সপ্তাহের জন্য।
ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি সেখানে যান।
নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে মারা যান এই ব্রিটিশ-বাংলাদেশি। ফেব্রুয়ারির ২৯ তারিখ তিনি ফিরে আসেন ইটালি থেকে। তখনও তিনি সুস্থ ছিলেন। দুই তিন দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার বয়স ছিল ৬০ বছর।