সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপি মনোনীত আরিফুল হক চৌধুরীর প্রশংসা করলেও ক্ষোভ ঝেড়েছেন এক মহিলা কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে।
সোমবার সকাল ১১টার দিকে দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, কামরান-আরিফ দু’জনেই নগরীর উন্নয়ন করেছে, দু’জনেই ভালো প্রার্থী। এসময় দিবা রানি নামে এক মহিলা কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে অর্থমন্ত্রী বলেন, এই শহরে একটা গুণ্ডি আছে, দিবা রানি গুণ্ডি, আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।
তিনি কাকে ভোট দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি আমার নৌকা মার্কার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকেই ভোট দিয়েছি।
ভোটকেন্দ্রের পরিবেশ কেমন জানতে চাইলে তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব চলছে।
ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুহিত বলেন, যোগ্য এজেন্ট তো তারা দিতেই পারেনি, তাহলে বের করে দেওয়ার কথা আসে কোথা থেকে।