ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলা বাসীদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স।এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন শাহআলম সাধারন সম্পাদক নাসির আহম্মেদ।
শনিবার প্যারিসের গার্দু নর্দের স্থানীয় এক হল রুমে কুমিল্লা মহানগর এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুট্টুর সভাপতিত্বে সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ ডঃ কামরুল হাসান, বৃহত্তর কুমিল্লার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিন খান হাজারী, সাংগঠনিক সম্পাদক কৃষক আব্দুল কাইয়ূম সরকার, হারুনুর রশিদ, স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, নারী নেতৃ শামীমা আক্তার রুবি, সাংবাদিক ও ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ গোলাম কিবরিয়া, ব্যবসায়ী বাকি বিল্লাহ খোকন, আরমানুজ্জামান, মাহমুদুল হাসান, মাসুদ আরমান রানা।
এছাড়াও বক্তব্য রাখেন, সানিম মোহাম্মদ, গোলাম রসুল রুবেল, শফিকুল ইসলাম প্রমূখ।