গোলখরায় বেশ হতাশই হয়ে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। একে তো নিজের গোলখরা, অন্যদিকে দলেরও খারাপ সময়। এই দ্বৈত বিপর্যয়ের সময় গতকাল রাতে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বেশ চাপেই ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তবে বড় ম্যাচে যে তিনি জ্বলে ওঠেন, আরেকবার তার প্রমাণ দিলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে পিএসজিকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন গোলের দুই গোলই এসেছে রোনালদোর পা থেকে।
পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল করেই রোনালদো গড়েন দারুণ এক কীর্তি। রোনালদোর সময়টা ভালো না গেলেও চ্যাম্পিয়নস লিগে তিনি বরাবরই উজ্জ্বল। গতকাল মাঠে নামার আগে রিয়ালের হয়ে শততম গোল থেকে মাত্র এক গোল দূরে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করেছিলেন আগেই। এবার রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সেঞ্চুরি করলেন এই তারকা।
এ নিয়ে চলতি আসরে রোনালদোর গোল হলো সর্বোচ্চ ১১টি। আর ইউরোপের সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১১৬টি।
একক ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন রোনালদোর দখলে। বার্সেলোনা ক্লাবের ফরোয়ার্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৯৭ গোল নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে।