ফ্রান্স সরকার সম্ভাব্য বৈদ্যুতিক লোডশেডিং এর ঘোষণা দিয়েছে। নতুন বছরের শুরুতে এ পর্যায়ক্রমিক লোডশেডিং হতে পারে। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ লোডশেডিং এর শিকার হতে পারেন বলে জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী অফিস মাতিগো সূত্র বলছে, দ্রুত সাধারণ মানুষকে সম্ভাব্য সাময়িক লোডশেডিং সম্পর্কে অবহিত করতে হবে। নভেম্বরের মাঝামাঝি ইলেক্ট্রিসিটি নেটওয়ার্ক মেনেজার সতর্ক করে বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ফ্রান্সে লোডশেডিং এর সম্ভাবনা রয়েছে। পারমানবিক বিদ্যুৎ চুল্লির রক্ষণাবেক্ষনের দীর্ঘ প্রক্রিয়ার কারনে এমন ঘটনা ঘটতে পারে। সরকারের মুখপাত্র অলিভার ভেরান ফ্রান্স সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল বিএফএম টিভিকে বলেন, আমরা নিশ্চিতভাবে ফরাসি জণগণকে বলছি না যে, এখানে লোডশেডিং হবে, কিন্তু যদি দরকার হয় তবে ৬০ ভাগ মানুষ এর আওতায় আসতে পারেন। পর্যায়ক্রমিকভাবে কর্ম দিবসে সর্বোচ্চ ২ ঘন্টা সর্বোচ্চ চাহিদার সময় লোডশেডিং হতে পারে। এবং তা সকাল ৮ থেকে দুপুর ১ টার এবং বিকাল ৬টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ইকোওয়াট ওয়েবসাইটে সকল গ্রাহকদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে। এই ওয়েবসাইট বিদ্যুৎ আবহাওয়ার পূর্বাভাস দিবে। দেশব্যাপী সবুজ, কমলা ও লাল তিন ইন্ডিকেটরের মাধ্যমে সম্ভাব্য লোডশেডিং এর পূর্বাভাস পাওয়া যাবে। সম্ভাব্য লোডশেডিং এর আগের দিন বিকাল পাঁচটায় জানা যাবে কোন কোন এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছেন। দেশজুড়ে এক সাথে ৪০ লাখ মানুষ লোডশেডিং এর আওতায় আসতে পারেন।