মিনহাজ হোসেন ইতালী থেকেঃ ঐতিহ্যবাহী সিলেটের প্রচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী কার্যনির্বাহী কমিটির সাথে গত ১৯ শে জানুয়ারি ২০২১ রোম দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ও দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষ থেকে দূতাবাসের রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি কিছু সু নির্দিষ্ট পরামর্শ ও দাবি উত্থাপন করা হয়। বিশেষকরে দূতাবাসের গ্রীল দিয়ে ডেলিভারি বন্ধ করে ভিতরে নিয়ে আসা এবং মহিলা ও শিশুদের অগ্রাধিকার দেওয়া এছাড়া বাহিরা শহর থেকে আসা সেবা প্রার্থীকে দ্রুত সেবা প্রদান করা ও পাসপোর্ট নবায়ন এপার্মেন্ট সহজ করন তাছাড়া দূতাবাসে আসা সেবা প্রার্থীদের জন্য ছাউনি ও টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি। সব কিছু শুনে রাষ্ট্রদূত জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে আশ্বত্ব করেন আপনাদের দাবি গুলি আমাদের বিবেচনায় থাকবে আমরা দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা করবো দ্রুত বাস্তবায়নের জন্য। তাঁরই ধারাবাহিকতায় মান্যবর রাষ্ট্রদূত মহোদয় ইতিমধ্যে অনেক গুলি দাবি বাস্তবায়িত করে দিয়েছেন আশাকরি অতিশীঘ্রই রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সাহেব ইতালী প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যার সমাধান করে রোম দূতাবাসকে বাংলাদেশীদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলবেন। বর্তমান রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান একজন দক্ষ কূটনৈতিক ও বিনয়ী মানুষ, প্রবাসীদের সকল দুঃখ সুখের বিষয় অবগত আছেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পক্ষ সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ আশা করেন রাষ্ট্রদূত মহোদয় খুব দ্রুত দূতাবাসে সেবা প্রার্থীদের সকল সমস্যা লাগবে নিয়ে রোম দূতাবাস বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং তারা সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দূতাবাসের কাউন্সিলর হেড অব দ্য সেন্সরী সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, কাউন্সিলর ইরফানুল হক, প্রথম সচিব শেখ ছালেহ আহমেদ, সচিব রাজীব ত্রিপুরা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দের প্রতি।