ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন শহীদ আবু সাঈদসহ সবার প্রতি সালাম জানালেন বিলেতের প্রধান কবি আহমেদ ময়েজ বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে- নবাগত ওসি নির্মল দেব এর মতবিনিময় ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

টুইটারে কাউকে ব্লক করতে পারবেন না ট্রাম্পঃ মার্কিন আদালত

  • আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
  • ২৩৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে কাউকে ব্লক করতে পারবেন না; আদালতের এমন রায়ের পর লোকজনকে আনব্লক করতে শুরু করেছেন ট্রাম্প। গত ২৩ মে দেওয়া রায়ে আদালত বলেন, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট তার ব্যক্তিগত নয়, তা একজন প্রেসিডেন্টের। ফলে সেখানে নাগরিকদের ব্লক করার ফলে ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়।

বিচারক নাওমি রিস বুচওয়াল্ড বলেন, নিজের জন্য হতাশাজনক মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প এড়িয়ে যেতে পারেন। কিন্তু কোনওভাবেই টুইটার ব্যবহারবারীদের ব্লক করা যাবে না। কেননা কোনও সরকারি কর্মকর্তাই আইনের ঊর্ধ্বে নন। অন্য সরকারি কর্মকর্তাদের জন্যও এটি প্রযোজ্য।

ওই রায়ের পর ২৮ আগস্ট মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু লোকজনকে আনব্লক করেন ট্রাম্প।

গত ১০ আগস্ট বিচার বিভাগে ট্রাম্পের টুইটারে এখনও পর্যন্ত ব্লকলিস্টে থাকা ৪১ জনের একটি তালিকা পাঠায় কলাম্বিয়া ইউনিভার্সিটির দ্য নাইট ফার্স্ট এমেন্ডমেন্ট ইন্সটিটিউট।

এর আগে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়া সাতজনকে আনব্লক করেন ট্রাম্প। কিন্তু এরপরও ব্লকলিস্টে থাকা ৪১ জনের বিষয়টি সামনে আসে। এদের মধ্যে ট্রাম্পের সমালোচক একজন চলচ্চিত্র নির্মাতাও রয়েছেন। এই ৪১ জনের মধ্যে অন্তত ২০ জন টুইটারে জানিয়েছেন, মঙ্গলবার ট্রাম্প তাদের আনব্লক করেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় রোজি ও ডোনেল নামের একজন জানিয়েছেন, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে তিনি এখনও ব্লকড অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই টুইটারে সক্রিয়। এ প্ল্যাটফর্মে মাঝেমধ্যেই তিনি ভিন্নমত, সংবাদমাধ্যমসহ নানা বিষয়ে নেতিবাচক পোস্ট দিয়ে থাকেন; যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ফলে বেশ কয়েকজন সমালোচককে ব্লক করে দেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায়ে ব্লকলিস্টের একিট উল্লেখযোগ্য অংশকে এরইমধ্যে আনব্লক করেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন

টুইটারে কাউকে ব্লক করতে পারবেন না ট্রাম্পঃ মার্কিন আদালত

আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে কাউকে ব্লক করতে পারবেন না; আদালতের এমন রায়ের পর লোকজনকে আনব্লক করতে শুরু করেছেন ট্রাম্প। গত ২৩ মে দেওয়া রায়ে আদালত বলেন, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট তার ব্যক্তিগত নয়, তা একজন প্রেসিডেন্টের। ফলে সেখানে নাগরিকদের ব্লক করার ফলে ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়।

বিচারক নাওমি রিস বুচওয়াল্ড বলেন, নিজের জন্য হতাশাজনক মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প এড়িয়ে যেতে পারেন। কিন্তু কোনওভাবেই টুইটার ব্যবহারবারীদের ব্লক করা যাবে না। কেননা কোনও সরকারি কর্মকর্তাই আইনের ঊর্ধ্বে নন। অন্য সরকারি কর্মকর্তাদের জন্যও এটি প্রযোজ্য।

ওই রায়ের পর ২৮ আগস্ট মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু লোকজনকে আনব্লক করেন ট্রাম্প।

গত ১০ আগস্ট বিচার বিভাগে ট্রাম্পের টুইটারে এখনও পর্যন্ত ব্লকলিস্টে থাকা ৪১ জনের একটি তালিকা পাঠায় কলাম্বিয়া ইউনিভার্সিটির দ্য নাইট ফার্স্ট এমেন্ডমেন্ট ইন্সটিটিউট।

এর আগে বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়া সাতজনকে আনব্লক করেন ট্রাম্প। কিন্তু এরপরও ব্লকলিস্টে থাকা ৪১ জনের বিষয়টি সামনে আসে। এদের মধ্যে ট্রাম্পের সমালোচক একজন চলচ্চিত্র নির্মাতাও রয়েছেন। এই ৪১ জনের মধ্যে অন্তত ২০ জন টুইটারে জানিয়েছেন, মঙ্গলবার ট্রাম্প তাদের আনব্লক করেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় রোজি ও ডোনেল নামের একজন জানিয়েছেন, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে তিনি এখনও ব্লকড অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই টুইটারে সক্রিয়। এ প্ল্যাটফর্মে মাঝেমধ্যেই তিনি ভিন্নমত, সংবাদমাধ্যমসহ নানা বিষয়ে নেতিবাচক পোস্ট দিয়ে থাকেন; যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ফলে বেশ কয়েকজন সমালোচককে ব্লক করে দেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায়ে ব্লকলিস্টের একিট উল্লেখযোগ্য অংশকে এরইমধ্যে আনব্লক করেছেন তিনি।