মিনহাজ হোসেন ইতালি থেকেঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও বিদেশে সকলকে সম্প্রদায়ের মানুষকে ঈদুলর ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিভাগ সমিতি ইতালী সম্মানিত সভাপতি মোহাম্মদ লিটন ও সাধারন সম্পাদক ইমরুল কায়েস।
এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর বর্তমান করোনাভাইরাসের বিপর্যস্ত পরিস্থিতিতেও সকলের জীবনে নিয়ে আসুক খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ যেন হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।
এতে সভাপতি মোহাম্মদ লিটন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।
পরে সাধারন সম্পাদক ইমরুল কায়েস বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
পরিশেষে তার সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঢাকা বিভাগ সমিতি কাজ করে যাবে মানুষের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন তারা। সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান সভাপতি মোহাম্মদ লিটন ও সাধারন সম্পাদক ইমরুল কায়েস সহ সংগঠনের নেতৃবৃন্দরা।