বকুল খানঃ তুমুল উত্তেজনা, বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে বাংলাদেশ এ্যাসোসিয়েশন ইন স্পেন নির্বাচন ২০১৮/২০ অনুষ্ঠিত হয়েছে।
স্পেনে বাংলাদেশী প্রতিনিধিত্বশীল সংগঠনের নির্বাচনে তারেক-আল আমিন-সুন্দর পরিষদ হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ক্রিরা সম্পাদক ছাড়া বাকি ২০ টি পদে প্যানেলে জয়লাভ করেছে।ক্রিয়া সম্পাদক পদে শায়েক আহমেদ মাত্র ১৭ ভোট জিতে চমক সৃষ্টি করেছে |তার প্রাপ্ত ভোট ১২৩৪,নিকটতম হাদি মুন্সি পেয়েছেন ১২১৭ভোট |
এ্যাসোসিয়েশনের ২০১৮/২০২০ সালের কার্যকরী কমিটির নির্বাচনে গতকাল ১৩ই জানুয়ারী সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত বিরতিহিনভাবে ভোট গ্রহন চলে। ৩৫৭৮ ভোটের মধ্যে প্রায় ২৬০৭ টি ভোট প্রদান করে ভোটাররা যা বাংলাদেশের স্পেন প্রবাসী ইতিহাসে সর্বোচ্চ ভোট প্রদান বলা যায়।অনুষ্ঠান চলাকালীন সময়ে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার নির্বাচন পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদার তাকে অভ্যর্থনা জানান ||এসময় তার সাথে ছিলেন ,দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি হারুন আল রাশিদ | সকালে প্রথম. প্রহরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ,মাদ্রিদের ডেপুটি মেয়র খর্কে গার্সিয়া কাস্টানিয়া |
নির্বাচনে সভাপতি পদে কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি পদে আল-আমিন, সাধারন সম্পাদক পদে কাম্রুজ্জামান সুন্দর এবং সাংগঠনিক সম্পাদক পদে আখতারুজ্জামান আখতার জয়লাভ করে।
২৫৭ ভোটে কাজী এনায়েতুল করিম তারেক সভাপতি পদে নির্বাচিত হন, তাঁর প্রাপ্ত ভোট ১৪৪৫। নিকটতম প্রার্থী আল- মামুন পেয়েছেন ১১৮৮ ভোট। সিনিয়র সহ সভাপতি আল-আমিন পেয়েছেন ১৪২২, নিকটতম প্রার্থী মাহবুবুর রহমান ঝনটু পেয়েছেন ১০৮৭। সাধারন সম্পাদক পদে কাম্রুজ্জামান সুন্দর পেয়েছেন ১৫৪৫ ভোট এবং নিকটতম প্রার্থী রানা মাসুদ পেয়েছেন ৯৯৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আখতারুজ্জামান ১২৮০, নিকটতম প্রার্থী মোঃ ফখ্রুল হাসান পেয়েছেন ১১৯৯ ভোট।
সর্বশেষ সংবাদ
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে বাংলাদেশ এ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u305720254/domains/francedorpan.com/public_html/wp-content/themes/newspaper-pro/template-parts/common/single_two.php on line 117
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ