দক্ষিণ সুরমা উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রাথমিক শিক্ষকদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। উপজেলার করোনা আক্রান্ত ৪ জন শিক্ষকের জন্য ৪টি বই উপহার দিয়ে তাদের আরোগ্য কামনা করেন।আজ বিকেলে উপজেলা পরিষদে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব লুৎফুর রহমান ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহাকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাছির মাহমুদের হাতে আক্রান্তদের জন্য ৪টা বই উপহার দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার নিয়মিত আক্রান্ত শিক্ষকদের খুজ খবর রাখেন ও তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে যেকোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রাথমিক শিক্ষকদের প্রতি উপজেলা নির্বাহী অফিসারের এ ভালোবাসা সত্যিই বিরল ও ব্যতিক্রম।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাছির মাহমুদ উপজেলা নির্বাহী অফিসারের এ ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমার করোনা আক্রান্ত প্রাথমিক শিক্ষকদের বই উপহার দিলেন উপজেলা নির্বাহী অফিসার
ট্যাগস :