বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহবায়ক স্বপন কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ আইন সম্পাদক মোঃ নুরুল আমিন, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সহ সভাপতি নিকেতন দাস মিনি, সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা শাখার মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম, মাকসুদ উল করিম প্রমুখ। এছাড়াও দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনকে সভাপতি, মোহাম্মদপুর এ. গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়।
সর্বশেষ সংবাদ