দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সেরেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডের্ন। জ্যাহিন্ডার প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু ক্যাম্পবেল বিষয়টি নিশ্চিত করেছেন। গত মাসে ইস্টারের ছুটি চলাকালে বাগদান সারেন এই দম্পতি। সিএনএন, বিবিসি।
তবে এর বেশি কোন বিস্তারিত তথ্য জানা জায়নি। এমনকি তারা কবে বিয়ে করছেন তাও জানা যায়নি। জ্যাসিন্ডা বা গেফোর্ড এর টুইটার বা ফেসবুক অ্যাকাউন্টেও এই সংক্রান্ত কোন তথ্য নেই।
২০১৮ সালের জুনে জন্ম নেয় তাদের কন্যা নেভ তে আরোহা আর্ডের্ন গেফোর্ড। জাসিন্ডা দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দিয়েছেন। এরপর আরোহার ৩ মাস বয়সে তাকে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে ইতিহাস গড়েন জ্যাসিন্ডা। জ্যাসিন্ডার পার্টনার নিউজিল্যান্ডের একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব।
গত জানুয়ারিতে জ্যাসিন্ডা বিবিসিকে বলেছিলেন, ফেমিনিস্ট হওয়ার কারণেই তিনি গ্রেফোর্ডকে বিয়ের কথা বলতে পারছেন না।
জ্যাসিন্ডা নিউজিল্যান্ডের ইতিহাসের কণিষ্ঠতম প্রধানমন্ত্রী। এ বছরের শুরুতে ক্রাইস্টচার্চের মসজিদে হওয়া সন্ত্রাসী হামলার পর উদ্ভূত পরিস্থিতি দারুণভাবে সামলে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।