মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালী বিএনপি, নাপোলী প্রভিন্সিয়াল শাখার আংশিক কমিটি ঘোষনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে আরো শক্তিশালী ও বেগবান করতে ইতালীর বন্দর নগরী নপোলীতে নতুন প্রভিন্সিয়াল কমিটির অনুমোদন করা হয়। ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন দলীয় প্যাডে গত ১৬ নভেম্বর ২০১৯ ইং এই কমিটির অনুমোদন করেন। দলের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিকে জোরালো ভুমিকা রাখার নির্দেশ দেন ইতালী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাপোলীর, পালমা কাম্পানীয়া, সানজোসেফ ও সানজেন্নারো প্রভিন্সিয়াল এই নতুন কমিটিতে মিজানুর রহমান বাচ্চু- সভাপতি, গোলাম আক্তার লিটন- সিনিয়র সহ সভাপতি, মোঃ মনির হোসেন – সাধারন সম্পাদক, মঞ্জুর হোসেন- যুগ্ম সাধারন সম্পাদক, সানাউল্লাহ সানি- সাংগঠনিক সম্পাদক, মামুন আলম মাহবুব ১নং সদস্য এবং আব্দুল গনিকে প্রধান উপদেষ্টা করে এই আংশিক কমিটি অনুমোদন করা হয়। একই সাথে ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটিতে প্রেরণের জন্য নির্দেশ দেন নেতৃবৃন্দ।
কমিটি অনুমোদনের সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক – কামরুজ্জামান রতন, সহ সভাপতি- হাসানুজ্জামন কামরুল সহ আরো অনেকে।
সর্বশেষ সংবাদ
নাপলী বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা
ট্যাগস :