ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সকাল ৯টার পর থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলে রাত পর্যন্ত। শুধুমাত্র বিকালের দিকে আধাঘণ্টা ও ইফতারের সময় আধাঘণ্টা বন্ধ ছিল। দু’পক্ষই দিনভর ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে ব্যবসায়ী, দোকানকর্মী, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। দিনভর সংঘর্ষে জিম্মিদশায় ছিল লাখো মানুষ। মিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছিল পুরো রাজধানী। যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।
সর্বশেষ সংবাদ