মঙ্গলবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমতাসীন দলের কয়েকজন আইন প্রনেতার একটি গ্রুপ আলাদা হয়ে যাওয়ায় সংসদের নিম্ন কক্ষে ক্ষমতাসীন দল তাদের একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সরকারকে আরো বেশী উদার বা বামপন্থী নীতি গ্রহণে চাপ বাড়াতে ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে এ নতুন গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন আলোচিত সাংসদেরা।
ম্যাক্রোঁর ক্ষমতাসীন রিপাবলিক ওঁ মার্খস দলের এই সাত সদস্য নব গঠিত “পরিবেশবাদ, গণতন্ত্র, সংহতি” গ্রুপে যোগ দেয়ায় এ গ্রুপের সদস্য ১৭ তে উন্নিত হল যাদের মধ্যে আছেন ম্যাক্রোঁর এক সময়ের ঘনিষ্ঠ সিড্রিক ভিলানিও।
এই ৭ সাংসদের দল ত্যাগের ফলে ক্ষমতাসীন দলের জাতীয় সংসদে এখন ২৮৮ জন সদস্য রইলেন যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে একটি কম।