ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময় দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলমের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ জনকল্যাণ ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা ফ্রান্স দর্পণ – কমিউনিটি-সংবেদনশীল মুখপত্র এম সি ইন্সটিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত

‘পাঠশালা’ – ফরাসী ভাষা শিক্ষার স্কুল উদ্বোধন

  • আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

‘পাঠশালা’ – শব্দের সাথে কার না পরিচয় আছে? কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই মধুর শব্দটি ব্যবহার করাটা প্রায় ভুলেই গিয়েছি। তবে প্রবাসজীবনে ‘পাঠশালা’ শব্দটি আবার বহুল চর্চার সুযোগ এসেছে। বোধ করি এখন খোদ ফরাসীরাও এই শব্দটি উচ্চারণ করতে বাধ্য হবে। অর্থ জানার জন্য উদগ্রীব হয়ে উঠবে।

ফ্রান্সের প্যারিস শহরে ফরাসী ভাষা শিক্ষার নতুন এক নাম ‘পাঠশালা’। নামটি বেশ পছন্দের। ফরাসী ভাষার মত জটিল এক শিক্ষায়তনের নাম ‘পাঠশালা’! ফরাসী ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। এটি রপ্ত করতে তাই ছোট্টবেলার সেই ‘পাঠশালা’ তে-ই আমাদের যেতে হবে। কল্পনায় আমরা তেমনটিই অনুভব করি। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে ভিত্তিটা শক্ত হওয়া চাই, অতঃপর ক্রমশঃ মাতা তুলে দাঁড়ানো। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা ‘মাথা উঁচু করে’ বসবাস করবার প্রচ্ছন্ন শক্তি হিসেবে কাজ করবে ‘পাঠশালা’।

গতকাল (শুক্রবার, ১লা মার্চ, ২০২৪) সন্ধ্যায় প্যারিসে পাঠশালার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষের উপস্থিতিতে কেক এবং ফিতা কেটে উদ্বোধন করা হলো।

পাঠশালার মূল কর্নধার কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, আইছা’র পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্সে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির অন্যতম সমস্যা ফরাসী ভাষা। এদেশে অসংখ্য সামাজিক সংস্থা বিনে পয়সায় ফরাসী কোর্স করিয়ে থাকে। তা সত্বেও নিজস্ব ভাষার সহায়তায় অন্য দেশের ভাষা বিশেষতঃ ফরাসী ভাষার মত কঠিন ভাষা রপ্ত করতে এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই চাহিদার ওপর ভিত্তি করে এদেশে বিশেষ করে প্যারিস এবং এর উপশহরগুলোতে বাংলাদেশী পরিচালিত অসংখ্য স্কুল গড়ে উঠেছে। ২/৪ টি স্কুল বাদে – শিক্ষা পদ্ধতি, কারিকুলাম এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থাকা সত্বেও এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

ফরাসী প্রশাসনের চাহিদা এবং দৈনন্দিন জীবনে ‘কমিউনিকেটিভ ফ্রেন্স’ এর দক্ষতা মেটানোর মত মান অর্জনের প্রশ্নে ‘পাঠশালা’ কেমন ভূমিকা রাখবে? এমন প্রশ্ন রেখেছিলাম মূল উদ্যোক্তা ওবায়দুল্লাহ কয়েছ কে। তিনি জানালেন, আমরা সচেষ্ট থাকবো ফরাসী প্রশাসনের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম সাজাতে। দ্বিতীয়তঃ একজন শিক্ষার্থী যেন ‘পাঠশালা’ থেকে কোর্স করে স্বাভাবিকভাবে ফরাসী ভাষায় যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারে। আমরা আরো খুঁজে দেখার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর মূল দুর্বলতা কোন্ জায়গাটায়। আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যত কারিকুলাম এবং শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন পরিবর্ধন করবো।

ওবায়দুল্লাহ কয়েছ আরো জানান, আমরা চেষ্টা করবো প্রতিযোগিতামূলক চার্জ রাখতে। আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য আমরা বিশেষ বিবেচনায় ফ্রী কোর্সের ব্যবস্থা রাখবো। পাশাপাশি আমাদের ‘পাঠশালা’য় সপ্তাহে একদিন ফ্রী ক্লাসের ব্যবস্থাপনা থাকবে।

‘পাঠশালা’ আমাদের বাল্যকালের পাঠশালার মতই সযত্নে ফরাসী ভাষার স্বচ্ছন্দ বুলি ফোটাক, আশাবাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত

‘পাঠশালা’ – ফরাসী ভাষা শিক্ষার স্কুল উদ্বোধন

আপডেট সময় ০১:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

‘পাঠশালা’ – শব্দের সাথে কার না পরিচয় আছে? কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই মধুর শব্দটি ব্যবহার করাটা প্রায় ভুলেই গিয়েছি। তবে প্রবাসজীবনে ‘পাঠশালা’ শব্দটি আবার বহুল চর্চার সুযোগ এসেছে। বোধ করি এখন খোদ ফরাসীরাও এই শব্দটি উচ্চারণ করতে বাধ্য হবে। অর্থ জানার জন্য উদগ্রীব হয়ে উঠবে।

ফ্রান্সের প্যারিস শহরে ফরাসী ভাষা শিক্ষার নতুন এক নাম ‘পাঠশালা’। নামটি বেশ পছন্দের। ফরাসী ভাষার মত জটিল এক শিক্ষায়তনের নাম ‘পাঠশালা’! ফরাসী ভাষা পৃথিবীর অন্যতম কঠিন ভাষা। এটি রপ্ত করতে তাই ছোট্টবেলার সেই ‘পাঠশালা’ তে-ই আমাদের যেতে হবে। কল্পনায় আমরা তেমনটিই অনুভব করি। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে ভিত্তিটা শক্ত হওয়া চাই, অতঃপর ক্রমশঃ মাতা তুলে দাঁড়ানো। ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা ‘মাথা উঁচু করে’ বসবাস করবার প্রচ্ছন্ন শক্তি হিসেবে কাজ করবে ‘পাঠশালা’।

গতকাল (শুক্রবার, ১লা মার্চ, ২০২৪) সন্ধ্যায় প্যারিসে পাঠশালার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো। ফ্রান্সে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ নানাস্তরের মানুষের উপস্থিতিতে কেক এবং ফিতা কেটে উদ্বোধন করা হলো।

পাঠশালার মূল কর্নধার কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, আইছা’র পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্সে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির অন্যতম সমস্যা ফরাসী ভাষা। এদেশে অসংখ্য সামাজিক সংস্থা বিনে পয়সায় ফরাসী কোর্স করিয়ে থাকে। তা সত্বেও নিজস্ব ভাষার সহায়তায় অন্য দেশের ভাষা বিশেষতঃ ফরাসী ভাষার মত কঠিন ভাষা রপ্ত করতে এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই চাহিদার ওপর ভিত্তি করে এদেশে বিশেষ করে প্যারিস এবং এর উপশহরগুলোতে বাংলাদেশী পরিচালিত অসংখ্য স্কুল গড়ে উঠেছে। ২/৪ টি স্কুল বাদে – শিক্ষা পদ্ধতি, কারিকুলাম এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন থাকা সত্বেও এই ধরনের স্কুলের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

ফরাসী প্রশাসনের চাহিদা এবং দৈনন্দিন জীবনে ‘কমিউনিকেটিভ ফ্রেন্স’ এর দক্ষতা মেটানোর মত মান অর্জনের প্রশ্নে ‘পাঠশালা’ কেমন ভূমিকা রাখবে? এমন প্রশ্ন রেখেছিলাম মূল উদ্যোক্তা ওবায়দুল্লাহ কয়েছ কে। তিনি জানালেন, আমরা সচেষ্ট থাকবো ফরাসী প্রশাসনের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম সাজাতে। দ্বিতীয়তঃ একজন শিক্ষার্থী যেন ‘পাঠশালা’ থেকে কোর্স করে স্বাভাবিকভাবে ফরাসী ভাষায় যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারে। আমরা আরো খুঁজে দেখার চেষ্টা করবো একজন শিক্ষার্থীর মূল দুর্বলতা কোন্ জায়গাটায়। আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যত কারিকুলাম এবং শিক্ষাদান পদ্ধতির পরিবর্তন পরিবর্ধন করবো।

ওবায়দুল্লাহ কয়েছ আরো জানান, আমরা চেষ্টা করবো প্রতিযোগিতামূলক চার্জ রাখতে। আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য আমরা বিশেষ বিবেচনায় ফ্রী কোর্সের ব্যবস্থা রাখবো। পাশাপাশি আমাদের ‘পাঠশালা’য় সপ্তাহে একদিন ফ্রী ক্লাসের ব্যবস্থাপনা থাকবে।

‘পাঠশালা’ আমাদের বাল্যকালের পাঠশালার মতই সযত্নে ফরাসী ভাষার স্বচ্ছন্দ বুলি ফোটাক, আশাবাদ।