যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী অান্দোলনের শহীদ বাংলাদেশি অালতাব অালীর নামে স্থানীয় একটি বাস স্টপের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (টিএফএল)। পূর্ব লন্ডনের অালতাব অালী পার্ক সংলগ্ন হোয়াইট চ্যাপেল রোডের অডলার স্ট্রিট বাস স্টপটি এখন থেকে অডলার স্ট্রিট অালতাব অালী পার্ক বাস স্টপ হিসেবে পরিচিত হবে।
১৯৭৮ সালে শহীদ হবার ৪০ বছর পর অালতাব অালীর নামে বাস স্টপটির নামকরণের ঘোষণা এলো। এর অাগে লন্ডনের এসেম্বলি মেম্বার উমেশ দেশাই গত অাগস্টে লন্ডনের ট্রান্সপোর্ট প্রধানদের সিটি হলে অনুষ্ঠিত সভায় এই নামকরণের প্রস্তাব দেন।
উমেশ দেশাই বলেন, ‘ব্রিটেনে বর্ণবাদের বিরুদ্ধে অালতাব অালীর অবদান কখনো ভুলবার নয়।’
পূর্ব লন্ডনের প্রবীণ লেবার পার্টি নেতা ও অালতাব অালী স্মৃতি রক্ষা অান্দোলনের অন্যতম সংগঠক লোকমান উদ্দীন বলেন, অালতাব অালী মেমোরিয়াল ট্রাস্ট, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন অালতাব অালীর স্মৃতিরক্ষায় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, শহীদ আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব লন্ডনের অডলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন। ১৯৯৮ সালে পূর্ব লন্ডনের অডলার স্ট্রিট, হোয়াইট চার্চ লেন ও হোয়াইট চ্যাপেল হাই স্ট্রিটস্থ সেন্ট মেরিস পার্ককে আলতাব আলী পার্ক নামকরণ করা হয়। বর্ণবাদী হামলায় নিহত অালতাব অালীর স্মরণে প্রতি বছর ৪ মে ব্রিটেনে অালতাব অালী দিবস পালিত হয়ে অাসছে।