৮ ই জুন থেকে ব্রিটেনে আগত বিদেশিদের দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারান্টাইন কার্যকর করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী প্রিতি পেটেল। শুরুতে ফরাসি নাগরিকদের এর আওতার বাইরে রাখলেও পরবর্তীতে সংযুক্ত করা হয়। এর প্রতিক্রিয়ায় আজ ফ্রান্স জানালো তারাও ৮ জুন থেকে ফ্রান্সে প্রবেশ করা ব্রিটিশ নাগরিকদের জন্য দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারান্টাইন কার্যকর করবে।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার ঘোষণা করেছেন যে, তার দেশে প্রবেশকারী যাত্রীদের ১৪ দিনের জন্য সেচ্ছা বিচ্ছিন্ন থাকতে হবে অথবা তাদেরকে ১ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে। দুই সপ্তাহ আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে টেলিফোনে আলোচনার পর এটি নিশ্চিত করেছিলেন যে ফ্রান্সের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারান্টাইনের আওতার বাইরে রাখা হবে কিন্তু শেষ পর্যন্ত ফরাসিদের এর আওতায় নিয়ে আসে ব্রিটিশ সরকার। এর প্রতিক্রিয়ায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন: ‘আমরা ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিষয়টি নোট করেছি এবং আমরা এর জন্য আফসোস করি। তবে ব্রিটিশদের পক্ষ থেকে এই ব্যবস্থা কার্যকর হওয়ার সাথে সাথে ফ্রান্সঈ একই ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত।
সর্বশেষ সংবাদ
পাল্টা প্রতিক্রিয়ায় ফ্রান্সে আসলেই ব্রিটিশ নাগরিকদেরও বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u305720254/domains/francedorpan.com/public_html/wp-content/themes/newspaper-pro/template-parts/common/single_two.php on line 117
ট্যাগস :