মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ লন্ডনে বার্কিং রিভার সাইডে ভবনে এই আগুন লাগে। তবে হতাহত ছাড়া সকল মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কেউই আহত পর্যন্ত হয়নি। ঘটনাটি ঘটে আজ লন্ডন সময় বিকেল ৩টার দিকে। বার্কিং কাউন্সিলের দ্য পাস গার্ডেনস নামের ঠিকানায় অবস্থিত একটি ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত ঘটে।
বাংলাদেশিরা বার্কিং এলাকায় বসবাস করেন। কিছু ব্রিটিশ বাংলাদেশি পরিবারও ওই এলাকার কাউন্সিলে বাস করেন। তবে বার্কিং এলাকার যে ভবনে আগুন লেগেছে সেখানে কোন বাংলাদেশি থাকেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যে ভবনটিতে আগুন লেগেছে সেটিতে কোন বাংলাদেশি বসবাস করেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পাশ্ববর্তী কয়েকটি ভবনে অনেকগুলো বাংলাদেশি পরিবার বসবাস করেন। সেখানে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েকটি ওয়্যারহাউস ও ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।
সর্বশেষ সংবাদ
পূর্ব লন্ডনে বাকিং রিভার সাইডে ছয়তলা ভবনে আগুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ