ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন স্বদেশ গমন উপলক্ষে আবু বক্করকে সংবর্ধনা প্রদান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

  • আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৯০১ বার পড়া হয়েছে

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি”

প্যারিসের বাঙালী পাড়া ও মেট্রো ৭ (সাত)

আপডেট সময় ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮

প্যারিস, ফ্রান্স থেকে, মোহাম্মাদ জাফরুল হাসান

গার দ্যো লিস্ট থেকে লা করনোভ যাবো। একজন পরামর্শ দিলো মেট্রো সাত ধরতে, তার কথা মতো দুই মিনিট হেঁটে গার দ্যো লিস্ট পৌঁছলাম আর লা করনোভ ডিটেকশনের মেট্রো ৭ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। যাই হোক মেট্রো আসতে আর দেরী নেই, মাত্র এক মিনিট বাকী, ঝিক ঝিক শব্দে তারই প্রমান দিচ্ছে।

এবার মেট্রোতে উঠার পালা। মানুষজনের ভীড় আর তাড়া-হুরাতে আমি ছোট্ট একজন। ভীড় ঠেলে রীতিমত যুদ্ধ করে মেট্রোতে উঠলাম। আবশ্য বসার কোন আসন পাই নি তাই দাড়িয়ে যেতে হবে। ঝিক-ঝিক আর শোঁ -শোঁ শব্দে দুর্দান্ত গতিতে মেট্রো তার পথে। এক মিনিটে মেট্রো তার পরবর্তী স্টেশনে। চারদিকে মানুষজনের ধাক্কা আর কোলাহলে আমি কিছুটা বিব্রত।

চোখ ঘুরাতে চোখের উপর পড়লো ওভারভীলা কেথসীমা। বলা আছে, ফ্রান্সে এটিনাকী বাঙালী আধ্যুষীত এলাকা। তাই মনোস্থির করলাম কেথসীমার ধূলো গায়ে মেখে নিবো। যেই চিন্তা সেই কাজ। প্রায় দশ মিনিট পর কেথসীমা পৌঁছলাম। মেট্রো থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর অবাক হয়ে তাকিয়ে ছিলাম। এতো বাঙালীদের ভীড়। কিছু দূর আগাতে চোখে পড়লো বাঙালা রেস্টুরেন্ট আর আমারও পেটে খিদে। দেরী না করে ডুকে পড়লাম, বাঙালীবাবুদের মতো পা উঠিয়ে চেয়ারে বসলাম। তন্মধ্যে, ভদ্রলোক জানতে চাইলো কী খাবো? আমিও বলে দিলাম, ভাত-মাছ।

খাওয়া-দাওয়া শেষে আবার হাঁটা শুরু। আসংখ্য বাঙালী। বাঙালীদের মধ্যে কেউ সিলেটী, কেউ চিটাংগা, কেউ ঢাকার কেউ বা অন্য। মনে হলো, যেন বাংলাদেশে চলে এলাম। আচমকা চোক থেকে জল পড়ছে। দেশেতো নিরাপত্তা নেই।
হাঁটা-হাঁটি শেষ এখন যাবার পালা। লা করনোভ যাবো। তাই আবার মেট্রো ৭।