ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বালাগঞ্জে আল ইসলাহ ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা

  • আপডেট সময় ১১:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ ছবির দেশ, কবিতার দেশে আমাদের অভিবাসী জীবন। কিন্তু ছবি কিম্বা কবিতা কোনোটিই আমাদের তেমন করে টানে না। কেননা আমাদের এদেশে আগমন সম্পূর্ণ ভিন্ন কারনে। সেটি অর্থনৈতিক কিম্বা রাজনৈতিক। ছবি বা কবিতার রুচিবোধ সেখানে নির্বাসিত। অথচ এখানে – এই শহরেই এখনও কবিতার খোঁজ করে। একদল প্রবাসী বাংলাদেশী মাঝেমধ্যেই কবিতা চর্চার আয়োজন করে। সেখানে উপস্থিত হয় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস কিম্বা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। আবার কখনও অনুবাদের হাত ধরে ফরাসী কবিও এসে হাজির হন কবিতা আড্ডায়। কবি তার নিজের লেখা কবিতা নিজের কন্ঠে আবৃত্তি করেন। শিল্পীর কন্ঠে গান ওঠে, মুগ্ধতা ছড়ায় প্যারিসের সান্ধ্যকালীন লা ভিলেত পার্কজুড়ে। পুঁথিশিল্পীর পুঁথি। এমন সন্ধ্যাগুলোই তো শিল্প সাহিত্যের নগরীর জন্য প্রার্থিত!

এমন আয়োজনই করা হয়েছিলো সোমবার বিকেলে, প্যারিসের পার্ক দো লা ভিলেতে। ছোট্ট আয়োজনেও যে এতো গাম্ভীর্য, সাবলীল চর্চা! সত্যিই মুগ্ধ করার মতই।
ফরাসী মূলধারার মঞ্চ নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় কবিতা সন্ধ্যার আয়োজনে উপস্থিত ছিলেন কবি বদরুজজামান জামান, ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি মেরী হাওলাদার, প্রয়াগ রায়, অর্পিতা রায়, ইজাজ ইসলাম, পুঁথি শিল্পী কাব্য কামরুল, ইফাজ ইসলাম, লেখক আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, কবি, গীতিকার, লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান, নাজনীন হোসাইন তানিয়া, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, সংগীত শিল্পী আরিফ রানা, সংগীত শিল্পী কুমকুম সৈয়দা, রাহুল চৌধুরী, রিয়াজ আহমেদ জুয়েল, আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি ও সংগীত শিল্পী আশিক আহমেদ উল্লাহ, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ, মুক্ত খবর ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নজমুল কবির, কবিতায় আড্ডা সংগঠক ও শূদ্ধস্বর ফ্রান্সি প্রতিনিধি রাকিবুল ইসলাম, ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, কামরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা

প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা

আপডেট সময় ১১:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

নজমুল কবিরঃ ছবির দেশ, কবিতার দেশে আমাদের অভিবাসী জীবন। কিন্তু ছবি কিম্বা কবিতা কোনোটিই আমাদের তেমন করে টানে না। কেননা আমাদের এদেশে আগমন সম্পূর্ণ ভিন্ন কারনে। সেটি অর্থনৈতিক কিম্বা রাজনৈতিক। ছবি বা কবিতার রুচিবোধ সেখানে নির্বাসিত। অথচ এখানে – এই শহরেই এখনও কবিতার খোঁজ করে। একদল প্রবাসী বাংলাদেশী মাঝেমধ্যেই কবিতা চর্চার আয়োজন করে। সেখানে উপস্থিত হয় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস কিম্বা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। আবার কখনও অনুবাদের হাত ধরে ফরাসী কবিও এসে হাজির হন কবিতা আড্ডায়। কবি তার নিজের লেখা কবিতা নিজের কন্ঠে আবৃত্তি করেন। শিল্পীর কন্ঠে গান ওঠে, মুগ্ধতা ছড়ায় প্যারিসের সান্ধ্যকালীন লা ভিলেত পার্কজুড়ে। পুঁথিশিল্পীর পুঁথি। এমন সন্ধ্যাগুলোই তো শিল্প সাহিত্যের নগরীর জন্য প্রার্থিত!

এমন আয়োজনই করা হয়েছিলো সোমবার বিকেলে, প্যারিসের পার্ক দো লা ভিলেতে। ছোট্ট আয়োজনেও যে এতো গাম্ভীর্য, সাবলীল চর্চা! সত্যিই মুগ্ধ করার মতই।
ফরাসী মূলধারার মঞ্চ নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় কবিতা সন্ধ্যার আয়োজনে উপস্থিত ছিলেন কবি বদরুজজামান জামান, ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি মেরী হাওলাদার, প্রয়াগ রায়, অর্পিতা রায়, ইজাজ ইসলাম, পুঁথি শিল্পী কাব্য কামরুল, ইফাজ ইসলাম, লেখক আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, কবি, গীতিকার, লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান, নাজনীন হোসাইন তানিয়া, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, সংগীত শিল্পী আরিফ রানা, সংগীত শিল্পী কুমকুম সৈয়দা, রাহুল চৌধুরী, রিয়াজ আহমেদ জুয়েল, আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি ও সংগীত শিল্পী আশিক আহমেদ উল্লাহ, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ, মুক্ত খবর ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নজমুল কবির, কবিতায় আড্ডা সংগঠক ও শূদ্ধস্বর ফ্রান্সি প্রতিনিধি রাকিবুল ইসলাম, ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, কামরুল ইসলাম প্রমুখ।