ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দীর্ঘ ৯ মাস ধরে সেবা বঞ্চিত মানিকগঞ্জের চান্দহর ইউনিয়নবাসী বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে অচল ইউনিয়ন পরিষদ গাজার মানুষের দুর্দশা বন্ধ করুন, নেতানিয়াহুকে ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সের নেতৃত্বে ইউরোপও সক্রিয় হয়েছে ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে আশ্রয় পাওয়া ‌ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুত রোম জালালাবাদ এসোসিয়েশন ইতালির কমিটি ঘোষণা ও ঈদ পূর্ণমিলনী‌ প্যারিসে “কীভাবে গড়বেন নেক সন্তান” বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ক্রিকেট ইতালির টুর্নামেন্টের গ্রুপ বাছাই সম্পন্ন: সোমবার উদ্বোধনী খেলা স্বাধীনতা দিবস পালন করেছে ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন

প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা

  • আপডেট সময় ১১:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নজমুল কবিরঃ ছবির দেশ, কবিতার দেশে আমাদের অভিবাসী জীবন। কিন্তু ছবি কিম্বা কবিতা কোনোটিই আমাদের তেমন করে টানে না। কেননা আমাদের এদেশে আগমন সম্পূর্ণ ভিন্ন কারনে। সেটি অর্থনৈতিক কিম্বা রাজনৈতিক। ছবি বা কবিতার রুচিবোধ সেখানে নির্বাসিত। অথচ এখানে – এই শহরেই এখনও কবিতার খোঁজ করে। একদল প্রবাসী বাংলাদেশী মাঝেমধ্যেই কবিতা চর্চার আয়োজন করে। সেখানে উপস্থিত হয় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস কিম্বা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। আবার কখনও অনুবাদের হাত ধরে ফরাসী কবিও এসে হাজির হন কবিতা আড্ডায়। কবি তার নিজের লেখা কবিতা নিজের কন্ঠে আবৃত্তি করেন। শিল্পীর কন্ঠে গান ওঠে, মুগ্ধতা ছড়ায় প্যারিসের সান্ধ্যকালীন লা ভিলেত পার্কজুড়ে। পুঁথিশিল্পীর পুঁথি। এমন সন্ধ্যাগুলোই তো শিল্প সাহিত্যের নগরীর জন্য প্রার্থিত!

এমন আয়োজনই করা হয়েছিলো সোমবার বিকেলে, প্যারিসের পার্ক দো লা ভিলেতে। ছোট্ট আয়োজনেও যে এতো গাম্ভীর্য, সাবলীল চর্চা! সত্যিই মুগ্ধ করার মতই।
ফরাসী মূলধারার মঞ্চ নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় কবিতা সন্ধ্যার আয়োজনে উপস্থিত ছিলেন কবি বদরুজজামান জামান, ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি মেরী হাওলাদার, প্রয়াগ রায়, অর্পিতা রায়, ইজাজ ইসলাম, পুঁথি শিল্পী কাব্য কামরুল, ইফাজ ইসলাম, লেখক আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, কবি, গীতিকার, লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান, নাজনীন হোসাইন তানিয়া, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, সংগীত শিল্পী আরিফ রানা, সংগীত শিল্পী কুমকুম সৈয়দা, রাহুল চৌধুরী, রিয়াজ আহমেদ জুয়েল, আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি ও সংগীত শিল্পী আশিক আহমেদ উল্লাহ, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ, মুক্ত খবর ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নজমুল কবির, কবিতায় আড্ডা সংগঠক ও শূদ্ধস্বর ফ্রান্সি প্রতিনিধি রাকিবুল ইসলাম, ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, কামরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দীর্ঘ ৯ মাস ধরে সেবা বঞ্চিত মানিকগঞ্জের চান্দহর ইউনিয়নবাসী বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে অচল ইউনিয়ন পরিষদ

প্যারিসে অনুষ্ঠিত হলো, ‘রৌদ্র ছায়ায় কবি কন্ঠে কাব্য কথা’ শীর্ষক কবিতায় আড্ডা

আপডেট সময় ১১:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

নজমুল কবিরঃ ছবির দেশ, কবিতার দেশে আমাদের অভিবাসী জীবন। কিন্তু ছবি কিম্বা কবিতা কোনোটিই আমাদের তেমন করে টানে না। কেননা আমাদের এদেশে আগমন সম্পূর্ণ ভিন্ন কারনে। সেটি অর্থনৈতিক কিম্বা রাজনৈতিক। ছবি বা কবিতার রুচিবোধ সেখানে নির্বাসিত। অথচ এখানে – এই শহরেই এখনও কবিতার খোঁজ করে। একদল প্রবাসী বাংলাদেশী মাঝেমধ্যেই কবিতা চর্চার আয়োজন করে। সেখানে উপস্থিত হয় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস কিম্বা রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্। আবার কখনও অনুবাদের হাত ধরে ফরাসী কবিও এসে হাজির হন কবিতা আড্ডায়। কবি তার নিজের লেখা কবিতা নিজের কন্ঠে আবৃত্তি করেন। শিল্পীর কন্ঠে গান ওঠে, মুগ্ধতা ছড়ায় প্যারিসের সান্ধ্যকালীন লা ভিলেত পার্কজুড়ে। পুঁথিশিল্পীর পুঁথি। এমন সন্ধ্যাগুলোই তো শিল্প সাহিত্যের নগরীর জন্য প্রার্থিত!

এমন আয়োজনই করা হয়েছিলো সোমবার বিকেলে, প্যারিসের পার্ক দো লা ভিলেতে। ছোট্ট আয়োজনেও যে এতো গাম্ভীর্য, সাবলীল চর্চা! সত্যিই মুগ্ধ করার মতই।
ফরাসী মূলধারার মঞ্চ নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় কবিতা সন্ধ্যার আয়োজনে উপস্থিত ছিলেন কবি বদরুজজামান জামান, ছড়াকার লোকমান আহমেদ আপন, কবি মেরী হাওলাদার, প্রয়াগ রায়, অর্পিতা রায়, ইজাজ ইসলাম, পুঁথি শিল্পী কাব্য কামরুল, ইফাজ ইসলাম, লেখক আবৃত্তি শিল্পী মোহাম্মদ গোলাম মোর্শেদ, কবি, গীতিকার, লেখক ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, সংস্কৃতি অনুরাগী হাসনাত জাহান, নাজনীন হোসাইন তানিয়া, মঞ্চাভিনেত্রী টেক্লেক, মঞ্চাভিনেত্রী সালিহা, সংগীত শিল্পী আরিফ রানা, সংগীত শিল্পী কুমকুম সৈয়দা, রাহুল চৌধুরী, রিয়াজ আহমেদ জুয়েল, আমাদের সময় ফ্রান্স প্রতিনিধি ও সংগীত শিল্পী আশিক আহমেদ উল্লাহ, কবি ও সাংবাদিক সায়কা মাহমুদ, মুক্ত খবর ও মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, ফ্রান্স দর্পণ বার্তা সম্পাদক নজমুল কবির, কবিতায় আড্ডা সংগঠক ও শূদ্ধস্বর ফ্রান্সি প্রতিনিধি রাকিবুল ইসলাম, ইউনিভার্সেল বাংলা নিউজ সম্পাদক শাবুল আহমেদ, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায়, কামরুল ইসলাম প্রমুখ।