ক্লাব পরিচিতি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে ফ্রান্সের বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রবিবার সন্ধ্যায় প্যারিসের একটি রেস্টুরেন্টে ক্লাবের সভাপতি আরিয়ান খান রাসেলের সভাপতিত্বে এবং সহসভাপতি ফারুক হোসেন শোয়েবের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, উপদেষ্টা শাহাদাত হোসেন সাইফুল, হোসেন সালাম রহমান, স্বপন ভুইয়া, ফারুক হোসেন, শাহাদাত হোসেন হিরন প্রমুখ । সভায় আগামী ১৫ ডিসেম্বর ক্লাব পরিচিতি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় । অনুষ্ঠানটিকে সফল করার জন্য ক্লাবের সবাইকে আন্তরিক ভাবে স্ব-স্ব দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।