স্টাফ রিপোর্টার:
প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করলেন ফ্রান্স প্রবাসী সাংবাদিকেরা। তাদের ভাষায়, রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত জনৈক সাংবাদিককে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণেই মূলধারার সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বয়কট করেছেন। তবে নির্দিষ্ট করে অভিযুক্ত সাংবাদিকরে নাম বা তিনি কি ধরনের রাষ্ট্র বিরুধী অপরাধে জড়িত , এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সম্মেলন বয়কট করা সাংবাদিকরা।
প্রসঙ্গত, গত ১১ মে বিকেলে প্যারিস শহরতলীর সেন্ট ডেনিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বয়কট করা সাংবাদিকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন- প্যারিসের বুকে স্থায়ী শহীদ মিনার হবে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। অনেক আবেগ নিয়ে অনুষ্ঠানস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে উপস্থিত হয়ে যখন দেখলাম, রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত জনৈক সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়েছে, তখন আমরা মূলধারার সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বয়কট করে সেখান থেকে বেরিয়ে যাই।
এ ব্যাপারে ফ্রান্স দর্পনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সরুফ সদিওল এর সাথে যোগাযোগ করা হলে তিনি তিনি সরাসরি এব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে ইনভাইট করার দায়িত্বে ছিলেন টিএম রেজা ভাই, যোগ করেন তিনি। আর আমার নিজস্ব দু’চার জন আমন্ত্রিত ছিলেন যারা এই উদ্যোগের শুরু থেকে আমাকে উৎসাহ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, শহীদমিনার নির্মানে সবাই আমাকে সহযোগিতা করেছেন এবং সম্মিলিতভাবে আগামীতেও করবেন বলে আমি আশাবাদী।