এবারের একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো কবি ও ছোটোকাগজ সম্পাদক খালেদ উদ-দীন এর কবিতাবই ‘হাওয়াবাড়ির জানালাগুলি’। প্রকাশ করেছে সিলেটের নাগরী প্রকাশন। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। চার ফর্মার এই বইয়ের মূল্য রাখা হয়েছে ১৬৫ টাকা। ঢাকা ও সিলেটের বইমোলায় নাগরী প্রকাশনার স্টলে মেলার প্রথম দিন থেকে পাওয়া যাচচ্ছে বইটি। অনেক দিন থেকে কবিতা লিখছেন কবি খালেদ উদ-দীন। তাঁর পূর্বপ্রকাশিত কবিতা বইয়ের সংখ্যা চার। ২০০৮ সালের বইমেলায় ‘স্বরব্যঞ্জণ’ প্রকাশনি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতাবই ‘রঙিন মোড়কে সাদা কালো’। তারপর উৎস প্রকাশনি থেকে ২০০৯ সালে ‘ভাঙা ঘর নীরব সমুদ্র’, ২০১৫ সালে চৈতন্য থেকে ‘জলপাতালে মিঠে রোদ’ এবং নাগরী থেকে ২০১৮ সালে প্রকাশিত হয় ‘নৈঃশব্দের জলজোছনা’। এবার প্রকাশিত এই বইটি তাঁর পূর্বপ্রকাশিত চারটি বইয়ের নির্বাচিত সংকলন।
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ