ডেস্ক- যুক্তরাজ্য সফরররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণ সম্বর্ধনা সভায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত এবং সাধারন সম্পাদক এম এ গনিকে মঞ্চে আসন গ্রহন করতে দেয়া হয়নি। মঞ্চে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে আসন দেয়া হলেও অজানা কারনে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে দর্শক সারিতে বসিয়ে রাখা হয়েছে। সম্বর্ধনা সভায় ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সামনে মঞ্চে আসন না পাওয়ার ক্ষোভে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা যায়। সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের যে কোন দেশে সফরে আসলে উনাকে দেয়া সম্বর্ধনা সভায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্তকে মঞ্চে রাখা হতো। এবারই অনিল দাশ গুপ্তসহ সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে দর্শক সারিতে স্থান দেয়া হয়েছে। সুত্র মতে, ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দল এবং একাধিক কমিটি করে দলীয় শৃঙ্খলা নষ্ট করার একাধিক অভিযোগ রয়েছে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারন সম্পাদক এম এ গনি’র বিরুদ্ধে। ক্ষমতার দাপট দেখানোর জন্য তারা বিভিন্ন দেশে একাধিক কমিটি করে দলের শক্তি বিনাশ করছেন। এসব অভিযোগ দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত এবং মৌখিকভাবে উপস্থাপন করা হয়েছে।দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের অনানুষ্ঠানিকভাবে অব্যাহতি দেয়ার জন্যই এবার দর্শক সারিতে স্থান দেয়া হয়েছে বলে অনেকে মনে করেন। এদিকে দর্শক সারিতে স্থান পাওয়ায় কৌশলী অনিল দাশ গুপ্ত স্ব উদ্যোগে রাজনীতি থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত একটি সূত্র দাবী করেছে । এর আগেও তিনি সকল দায় দায়িত্ব নিয়ে নিজের অপারগতা জানিয়ে দলীয় সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবারও তার পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর একজন সহকারীর কাছে জমা দিয়েছেন বলে বিভিন্ন অসমর্থিত সুত্রে জানা গেছে।
সর্বশেষ সংবাদ