সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়ন পাঠাগারে বই প্রদান করেছেন প্রবাসী সাংবাদিক ও কবি মুহাম্মাদ শরিফুজ্জামান। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও সচিব আব্দুল খালিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ বদরুজ্জামান, এডভোকেট গোলাাম সোবহান চৌধুরী দিপন, কবি ও সাংবাদিক মুহাম্মাদ শরিফুজ্জামান, মো.নওশাদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজেদা বেগম,মো. সুহেল আহমদ, স্বপন আহমদ, লিটন আহমদ, শাহিদ আহমদ,ফাহিম আহমদ, তানভীর আহমদ, রাফছান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বই মানুষকে আলোকিত করে। একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তুলে এই বই। আমাদের প্রত্যেককে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। পাঠাগার এ এলাকার মানুষকে আলোকিত করে তুলবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা ।