ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় নাঃএমানুয়েল ম্যাক্রোঁ

  • আপডেট সময় ১০:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

  • ফেরদৌস করিম আখঞ্জী //

ফ্রান্সের প্রেসিডেন্টশিয়াল নির্বাচন প্রথম রাউন্ডের পূর্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছেন, তিনি
“বড় ধরণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। চাকুরীজীবিদের ৬০০০ ইউরো পর্যন্ত চার্জ বা ট্যাক্স ছাড়া বোনাস দিবেন।
প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় না। আপনাদের কে আরও বেশি কাজ করতে হবে,
অবসরে যাবার বয়স বয়স ৬৫ তে বহালের পক্ষে তিনি মতামত দেন। যারা আপনাকে ৬০ বা ৬২ বছর বয়সে অবসর নিতে বলে তাদের বিশ্বাস করবেন না কারণ এটি সত্য নয়।


প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার বক্তব্যে গত মেয়াদে কি কি করেছেন সেটি তুলে ধরেন এবং আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি কি কি করবেন সেই পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, হাউজিং ট্যাক্স বাতিল করন, জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো , আবাসন সংস্কার করুন, শিক্ষানবিশের সংখ্যা দ্বিগুণ করুন… “এটি আমাদের প্রকল্প ছিল এবং এটি আমরা ইতিমধ্যে করেছি।
পুনঃনির্বাচিত হলে তিনি যে কাজ গুলি করবেন তা উল্লেখ করেন, এমানুয়েল ম্যাক্রন “আরো বলেন
শিক্ষা ক্ষেত্রে তিনি নতুন একটা পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন “আমরা মৌলিক জ্ঞান শিক্ষা জোরদার করবো ,ফরাসি, গণিত, স্নাতক পর্যন্ত” থাকবে।
প্রেসিডেন্ট ম্যাক্রো আরো বলেন, “আমি চাই শিক্ষক এবং পিতামাতাদের তাদের সন্তানদের সফল হওয়ার উপায় প্রশিক্ষণ দেওয়া হোক। সিস্টেম আমাদের বলবে যে এটা অসম্ভব। কিন্তু যেহেতু এটি অসম্ভব, আমরা এটি করব.
ম্যাক্রন বলেন, আমাদের আরও কাজ করতে হবে”
প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় না।” আপনাদের কে আরও বেশি কাজ করতে হবে,
অবসরে যাবার বয়স ৬৫ তে বহালের পক্ষে তিনি মতামত দেন। , মানবতাবাদ, অগ্রগতি, এটিই আমাদের মূলমন্ত্র, এসব নীতির কারণে আমরা ফরাসি হিসেবে গর্বিত।
অভিবাসন সম্পর্কে ভাষণে তিনি তেমন কিছু বলেন নাই।
গত শনিবার, ( ২ এপ্রিল) প্যারিসের নিকটবর্তী লা ডিফেন্স এরিনা তে, প্রথম রাউন্ডের নির্বাচনের আগে এটি ছিল তার প্রথম নির্বাচনী প্রচারনামূলক সভা. প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য প্রদান করেন। প্রায় ত্রিশ হাজারেরও অধিক মানুষ উক্ত জনসভায় উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রন সমর্থকদের মাঝে একা মঞ্চে বক্তব্য রাখেন। তার দলের অন্য কোন নেতা বা ব্যক্তি তার আগে বা পরে বক্তৃতা করেননি, তবে বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখা হয় ,স্পটলাইটগুলি লেজার দিয়ে পুরা মিলনায়ণ টিকে আলোকিত করে রেখেছিল।
আগামী ১০ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।
আনুমানিক ২০০০ বাংলাদেশি অরিজিন ফরাসি নাগরিক রয়েছেন। তারা স্বতঃস্ফূর্ত ভাবেই এবারের নির্বাচনে ভোট দিবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় নাঃএমানুয়েল ম্যাক্রোঁ

আপডেট সময় ১০:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

  • ফেরদৌস করিম আখঞ্জী //

ফ্রান্সের প্রেসিডেন্টশিয়াল নির্বাচন প্রথম রাউন্ডের পূর্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছেন, তিনি
“বড় ধরণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। চাকুরীজীবিদের ৬০০০ ইউরো পর্যন্ত চার্জ বা ট্যাক্স ছাড়া বোনাস দিবেন।
প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় না। আপনাদের কে আরও বেশি কাজ করতে হবে,
অবসরে যাবার বয়স বয়স ৬৫ তে বহালের পক্ষে তিনি মতামত দেন। যারা আপনাকে ৬০ বা ৬২ বছর বয়সে অবসর নিতে বলে তাদের বিশ্বাস করবেন না কারণ এটি সত্য নয়।


প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার বক্তব্যে গত মেয়াদে কি কি করেছেন সেটি তুলে ধরেন এবং আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি কি কি করবেন সেই পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, হাউজিং ট্যাক্স বাতিল করন, জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানো , আবাসন সংস্কার করুন, শিক্ষানবিশের সংখ্যা দ্বিগুণ করুন… “এটি আমাদের প্রকল্প ছিল এবং এটি আমরা ইতিমধ্যে করেছি।
পুনঃনির্বাচিত হলে তিনি যে কাজ গুলি করবেন তা উল্লেখ করেন, এমানুয়েল ম্যাক্রন “আরো বলেন
শিক্ষা ক্ষেত্রে তিনি নতুন একটা পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন “আমরা মৌলিক জ্ঞান শিক্ষা জোরদার করবো ,ফরাসি, গণিত, স্নাতক পর্যন্ত” থাকবে।
প্রেসিডেন্ট ম্যাক্রো আরো বলেন, “আমি চাই শিক্ষক এবং পিতামাতাদের তাদের সন্তানদের সফল হওয়ার উপায় প্রশিক্ষণ দেওয়া হোক। সিস্টেম আমাদের বলবে যে এটা অসম্ভব। কিন্তু যেহেতু এটি অসম্ভব, আমরা এটি করব.
ম্যাক্রন বলেন, আমাদের আরও কাজ করতে হবে”
প্রোডাক্টিভ রাষ্ট্র না থাকলে কোনো কল্যাণ রাষ্ট্র হয় না।” আপনাদের কে আরও বেশি কাজ করতে হবে,
অবসরে যাবার বয়স ৬৫ তে বহালের পক্ষে তিনি মতামত দেন। , মানবতাবাদ, অগ্রগতি, এটিই আমাদের মূলমন্ত্র, এসব নীতির কারণে আমরা ফরাসি হিসেবে গর্বিত।
অভিবাসন সম্পর্কে ভাষণে তিনি তেমন কিছু বলেন নাই।
গত শনিবার, ( ২ এপ্রিল) প্যারিসের নিকটবর্তী লা ডিফেন্স এরিনা তে, প্রথম রাউন্ডের নির্বাচনের আগে এটি ছিল তার প্রথম নির্বাচনী প্রচারনামূলক সভা. প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য প্রদান করেন। প্রায় ত্রিশ হাজারেরও অধিক মানুষ উক্ত জনসভায় উপস্থিত ছিল।
প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রন সমর্থকদের মাঝে একা মঞ্চে বক্তব্য রাখেন। তার দলের অন্য কোন নেতা বা ব্যক্তি তার আগে বা পরে বক্তৃতা করেননি, তবে বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখা হয় ,স্পটলাইটগুলি লেজার দিয়ে পুরা মিলনায়ণ টিকে আলোকিত করে রেখেছিল।
আগামী ১০ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।
আনুমানিক ২০০০ বাংলাদেশি অরিজিন ফরাসি নাগরিক রয়েছেন। তারা স্বতঃস্ফূর্ত ভাবেই এবারের নির্বাচনে ভোট দিবেন।