ফরাসী জাতীয়তা লাভের জন্য ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের সময় বা কিছুদিন পরে (প্রিফেকচ্যুর ভেদে) একজন কর্মকর্তা আপনাকে কিছু মৌখিক প্রশ্ন করবেন। ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সাহিত্য এগুলোর উপর সাধারনত প্রশ্নগুলো করা হয়।
আজ থেকে আমরা ধাপে ধাপে এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো।
জাতীয়তা লাভের জন্য সংশ্লিষ্ট দেশটির উপর প্রচ্ছন্ন ধারণা রাখা দরকার। পাশাপাশি প্রশ্ন বোঝার সক্ষমতাও থাকতে হবে। আমি অনেকের আবেদন প্রত্যাখ্যানের কারন দেখেছি। তাদের বলা হয়েছে ফরাসী ভাষা বোঝার জন্য যথেষ্ট ভাষাজ্ঞান নেই। আবার অনেকের আবেদনের প্রত্যাখ্যানের কারন হিসেবে দেখেছি ফ্রান্সের মুলধারা বিষয়ে আবেদনকারী অজ্ঞ। সুতরাং এগুলোর উপর একটু জোর দিলেই ভাল হয়।
মনে রাখবেন একেবারে শুদ্ধ উচ্চারনে বা ব্যকরণসম্মত জবাব কেউই আশা করে না। এ কারনেই প্রশ্নগুলো বুঝে সহজ ভাষায় জবাব দেয়ার চেষ্টা করলেই কাঙ্খিত ফল আসবে।
আজ আমরা ফ্রান্সের কতোটি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে, সমুদ্র সীমান্ত প্রভৃতি নিয়ে আলোচনা করবো।
ফ্রান্সের স্থল সীমান্ত রয়েছে মুলত আটটি দেশের সঙ্গে। অনেকেই এটি গুলিয়ে ফেলেন জন্য সঠিকভাবে জবাব দিতে পারেন না।
একটি সহজ সুত্র রয়েছে এগুলো মনে রাখার। পাঠকদের কথা বিবেচনা করে এটি দেয়া হলো।
ইংরেজী শব্দ ‘ISABELA’ এর সঙ্গে ‘M’ জুড়ে দিলেই এ আটটি দেশের নাম চলে আসবে।
শুরু করি, I=Italie (ইতালী)
S= Suisse (সুইজারল্যান্ড)
A= Allemagne (জার্মানী)
B= Belgique (বেলজিয়াম)
E= Espagne (স্পেন)
L= Luxembourg (লুক্সেমবার্গ)
A= Andor (আন্দোরা)
এবং
M= Monaco (মোনাকো)।
এটি মনে রাখতে পারলে প্রশ্নকর্তাকে চমকে দিতে পারবেন আপনার জ্ঞানের গভীরতা দিয়ে।
এখন জানবো ফ্রান্সের সঙ্গে কয়টি সমুদ্রের সীমানা রয়েছে।
আমরা জানি ফ্রান্স এর সঙ্গে একাধিক সমুদ্রের সীমানা রয়েছে। এগুলো হলো-Mer du Nord- Manche, Mer méditerrané, Océan Atlantique.
Mer du Nord- Manche বলতে আমরা জানি উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেল।
Mer méditerrané বলতে ভুমধ্য সাগর।
বলতে আটলান্টিক মহাসাগর।
তাহলে এটাও জানা হলো।
কিন্তু এ সীমান্তগুলো ফ্রান্সের ইউরোপ অংশে। ইউরোপের বাহিরে ফ্রান্সের যে সব দ্বীপ রয়েছে সেগুলোর অবস্থানও জেনে রাখা দরকার।
আমরা জানি সেগুলো প্রশান্ত মহাসাগর (Océans Pacifique), আটলান্টিক মহাসাগর (Océan Atlantique) এবং ভারত মহাসাগরে (Océans Indien) অবস্থিত।
এ প্রশ্নগুলো সহজ হলেও উত্তরটা কঠিন বটে!
এগুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার চেষ্টা করবেন।
বি.দ্র. ফরাসী জাতীয়তা লাভের জন্য প্রাথমিক কিছু ধারণা এখন থেকে নিয়মিত দেয়া হবে। আগ্রহীরা নি:সঙ্কোচে মতামত দিতে পারেন। যে কোন ধরনের গঠনমুলক সমালোচনা ইতিবাচকভাবে দেখা হবে।
সর্বশেষ সংবাদ
ফরাসী নাগরিকত্ব আবেদনের সময় যে সব প্রশ্নের সম্মুখীন হতে পারেন
Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u305720254/domains/francedorpan.com/public_html/wp-content/themes/newspaper-pro/template-parts/common/single_two.php on line 117
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ