পল পগবা ফুটবল ময়দানে এবং ময়দানের বাইরে সব সময় বেশ আলোচিত নাম। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে রেখেছেন অপরিহার্য ভূমিকাও। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গেল এক মৌসুমে শিকার হয়েছেন বেশ সমালোচনারও। তবে এসব কিছুকে পাশে ঠেলে রেখে প্রতি বছরের মতো এবছরেও রমজান মাসে পবিত্র ওমরাহ্ পালন করছেন পল পগবা। মাঠের ভেতরে বাইরে যতো সমালোচনার শিকারই হন না কেন এই কাজটি করতে কখনো ভুলে যাননা পগবা।
রমজানের শুরুতে শুভেচ্ছা জানিয়েছিলেন সকল ইসলাম ধর্মাবলম্বীদের। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুম শেষ করেই রওনা হয়েছেন পবিত্র মক্কায়। তার সাথে আছেন চেলসির রক্ষণভাগের ফুটবলার কার্ট জৌমাও। ইনস্টাগ্রামে শতকোটি ইসলাম ধর্মাবলম্বীদের এভাবেই বার্তা দিয়ে জানিয়েছেন ফ্রেঞ্চ মুসলিম ফুটবলার, ‘সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করতে ভুল করনা কখনো।’
সর্বশেষ সংবাদ
ফরাসী মিডফিল্ডার পগবা পবিত্র ওমরাহ্ পালনে মক্কায় !
ট্যাগস :