অভিবাসনপ্রত্যাশী ৬২৯ শরণার্থীকে ইতালি সাগরে ফিরিয়ে ফেয়ার পর আশ্রয়প্রার্থীকে উদ্ধার করে ফ্রান্সের অ্যাকুয়ারিউস নামের একটি এনজিও’র জাহাজ কোথায় ভিড়বে তা নিয়ে দ্বন্দ্ব ছিল৷ শেষ পর্যন্ত স্পেন বলেছে, ভ্যালেন্সিয়ায় জাহাজটি ভিড়তে পারে৷ এর আগে ইটালি ও মাল্টা জাহাজটিকে অনুমতি দেয়নি৷
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অফিস সোমবার এক বিবৃতিতে জানায়, ‘‘মানবিক এই সংকটের সময় এই মানুষগুলোকে নিরাপদে ভিড়তে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব৷’’
এর আগে, ইটালি ও মাল্টার কূটনৈতিক দ্বন্দ্বের বেড়াজালে আটকে ছিল ফ্রেঞ্চ এনজিও জাহাজটি৷ কোথায় যাবে তার নির্দেশনার অপেক্ষায় ছিল তারা৷ রোববার ইটালি এই জাহাজটিকে তাদের বন্দরে ভেড়ানোর অনুমতি দেয়নি৷ তাদের দাবি ছিল, জাহাজটি মাল্টায় ভেড়ানো হোক৷
অন্যদিকে, মাল্টা সে দাবি প্রত্যাখ্যান করে অভিযোগ করে বলেছে, জাহাজটিকে সমুদ্রে আটকে রেখে ইটালি আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করছে৷
ফ্রেঞ্চ সংস্থা এসওএস মেডিটারেনি বলেছে যে, জাহাজটিতে ৬২৯ জন আশ্রয়প্রত্যাশী আছে, যাদের ১২৩ জন অভিভাবকহীন শিশু এবং সাত জন সন্তানসম্ভবা নারী৷ এদের ৪শ’ জনকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী ও বাণিজ্য জাহাজগুলো৷ এরপর তাদের অ্যাকুয়ারিউসে তুলে দেয়া হয়৷